(Source: ECI/ABP News/ABP Majha)
প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিংহ, শোকপ্রকাশ মোদি, রাজনাথের
১৯৮০ থেকে ২০১৪-- দীর্ঘ ৩৪ বছর ধরে সাংসদ ছিলেন তিনি...
নয়াদিল্লি: মারা গেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিংহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
অসুস্থতার কারণে শুক্রবার ভর্তি করা হয় দিল্লির সেনা হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকাল ৬টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
অবসরপ্রাপ্ত সেনা অফিসার যশবন্ত সিংহ বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। দেশের অন্যতম দীর্ঘতম সময় ধরে থাকা সাংসদ ছিলেন যশোবন্ত।
১৯৮০ থেকে ২০১৪-- দীর্ঘ ৩৪ বছর ধরে সাংসদ ছিলেন তিনি। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত যশোবন্ত সিংহ ছিলেন দার্জিলিঙের সাংসদ। ছিলেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানও।
৬ বছর ধরে যশবন্ত সিংহ অসুস্থ ছিলেন বলে ট্যুইটে জানান মোদি। প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় লিখেছেন, যশোবন্তজি আমাদের দেশকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেবা করেছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। অর্থনীতি থেকে শুরু করে বিদেশ ও প্রতিরক্ষা-- সর্বত্র নিজের ভূমিকা পালন করেছেন এবং প্রভাব রেখে গিয়েছেন তিনি।
Jaswant Singh Ji served our nation diligently, first as a soldier and later during his long association with politics. During Atal Ji’s Government, he handled crucial portfolios and left a strong mark in the worlds of finance, defence and external affairs. Saddened by his demise.
— Narendra Modi (@narendramodi) September 27, 2020
Jaswant Singh Ji will be remembered for his unique perspective on matters of politics and society. He also contributed to the strengthening of the BJP. I will always remember our interactions. Condolences to his family and supporters. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) September 27, 2020
ট্যুইট করে শোকপ্রকা করেছেন রাজনাথ সিংহ। বলেছেন--Spoke to Shri Manvendra Singh and expressed condolences on the unfortunate demise of Shri Jaswant Singh Ji.
True to his nature, Jaswant Ji fought his illness with immense courage for the last six years. — Narendra Modi (@narendramodi) September 27, 2020
Deeply pained by the passing away of veteran BJP leader & former Minister, Shri Jaswant Singh ji. He served the nation in several capacities including the charge of Raksha Mantri. He distinguished himself as an effective Minister and Parliamentarian.
— Rajnath Singh (@rajnathsingh) September 27, 2020
স্মৃতি ইরানি লিখেছেন--Shri Jaswant Singh ji would be remembered for his intellectual capabilities and stellar record in service to the nation. He also played a key role in strengthening the BJP in Rajasthan. Condolences to his family and supporters in this sad hour. Om Shanti.
— Rajnath Singh (@rajnathsingh) September 27, 2020
Pained with the passing away of Jaswant Singh ji , a stalwart who served our Nation diligently ; be it politics or the armed forces. My condolences to his loved ones and supporters. Om Shanti ????
— Smriti Z Irani (@smritiirani) September 27, 2020