Howrah Train: এবার থেকে চকচকে থাকবে ট্রেনের বালিশ-কম্বল, যাত্রীদের জন্য থাকছে এই বিশেষ ব্যবস্থা
IRCTC News: এরপর পরিবেশ বান্ধব প্যাকেজিংয়ের মাধ্যমে দূরপাল্লার ট্রেনের এসি কোচে সরবরাহ করা হচ্ছে।
সুনীত হালদার, হাওড়া: দূরপাল্লার ট্রেনের যাত্রীরা প্রায় অভিযোগ করেন ট্রেনের মধ্যে চাদর, কম্বল এবং বালিশের কভারে নোংরা লেগে থাকে। অথবা ওইসব জিনিস থেকে দুর্গন্ধ বেরোয়। যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এবারে দক্ষিণ পূর্ব রেল যাত্রীদের জন্য সুখবর নিয়ে এল।
রেলের যাত্রীদের দীর্ঘদিনের এই সমস্যা মেটাতে দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে সাঁতরাগাছি, টাটানগর, রাঁচি এবং চক্রধরপুরে চারটি অত্যাধুনিক যন্ত্রচালিত ধোলাই ঘর তৈরি করা হয়েছে। ওইসব ধোলাই ঘরে যন্ত্রের সাহায্য চাদর, বালিশের কভার এবং কম্বলকে রাসায়নিক দিয়ে পরিষ্কার এবং শুকনো করার পর ইস্ত্রি করা হচ্ছে।
এরপর পরিবেশ বান্ধব প্যাকেজিংয়ের মাধ্যমে দূরপাল্লার ট্রেনের এসি কোচে সরবরাহ করা হচ্ছে। বর্তমানে সব ধরনের এসি কোচের যাত্রীরা বেডরোলের সঙ্গে পাচ্ছেন কম্বল, চাদর এবং বালিশ। এসি কোচের তাপমাত্রা ২৪ ডিগ্রি তে রাখা হয় যাতে যাত্রীদের একটি চাদর এবং কম্বলে কোনও অসুবিধা না হয়। এমনকি আর এ সি যাত্রীদেরও একই ধরনের সুবিধা দেওয়া হচ্ছে।
শনিবার দক্ষিণ পূর্ব রেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় রেল কর্মীরা প্রতিদিন প্রায় ১৯ টন চাদর ধোলাই করেন। এরপর প্যাকেট বন্দী হয়ে তা যাত্রীদের জন্যে ট্রেনে দেওয়া হয়। আগে যেখানে দুমাস অথবা তিন মাস পর কম্বল ধোয়া হত সেগুলো এখন ১৫ দিন অন্তর ধুয়ে যাত্রীদের তা ব্যবহারের জন্য পাঠানো হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে