America Coronavirus : ভ্যাকসিন নিয়েছেন যাঁরা, মাস্ক ছাড়াই ঘোরাফেরা ! নয়া নির্দেশিকা এই দেশে
আমেরিকায় ৪০শতাংশ প্রাপ্তবয়স্ক ইতিমধ্যেই কোভিড টিকার পুরো ডোজ নিয়েছেন। যারপরই নতুন নির্দেশিকা জারি করেছে CDC। সেখানে কিছু ক্ষেত্রে মাস্ক না পরলেও দেওয়া হয়েছে ছাড়।
ওয়াশিংটন : মাস্ক না পরলে জরিমানা করছে ভারত। সেখানে মার্কিন মুলুকে টিকা নেওয়া ব্যক্তিদের মাস্ক ছাড়াই চলবে ঘোরাফেরা। এমনই নতুন নির্দেশিকা জারি হয়েছে আমেরিকায়।
কোভিডের টিকা নিয়েছেন এমন ব্যক্তিদেরও মাস্ক পরতে হচ্ছে ভারতে। এমনকী মাস্ক না পরায় জরিমানা পর্যন্ত করা হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে। কোথাও আবার জরিমানা বাড়িয়েছে রাজ্য সরকার। যদিও মার্কিন মুলুকে কিছু ক্ষেত্রে তুলে দেওয়া হয়েছে এই কোভিড প্রোটোকল। US Centers For Diasease Control and Prevention (CDC)-র নয়া নির্দেশিকায় বলা হয়েছে, যেসব ব্যক্তি ভ্যাকসিনের পুরো ডোজ নিয়েছেন, তাঁরা মাস্ক না পরলেও চলবে। তবে সেক্ষেত্রেও রয়েছে কিছু বিধিনিষেধ।
আমেরিকার কোভিড টিকাকরণের বর্তমান পরিস্থিতি বলছে, দেশের ৪০ শতাংশ প্রাপ্তবয়স্ক ইতিমধ্যেই টিকার পুরো ডোজ নিয়েছেন। যারপরই নতুন এই নির্দেশিকা জারি করেছে CDC। সেখানে বলা হয়েছে, 'ফুললি ভ্যাকসিনেটেডদের একা বাড়ির বাইরে ব্যায়াম করার সময় মাস্ক পরতে হবে না। টিকা নেননি বা নিয়েছেন এমন ব্যক্তিদের মধ্যেও এঁদের মাস্ক না পরলেও চলবে।
মঙ্গলবারই এই নয়া নির্দেশিকা জারি হয়েছে। যেখানে বলা হয়েছে, সম্পূর্ণভাবে টিকাকরণ হয়েছে এমন ব্যক্তিরা চাইলে পরিবার ও বন্ধুদের সঙ্গে বাড়ির বাইরে যেতে পারেন। রাস্তায় হাঁটাহাঁটি, দৌড় ও বাইক চালাতে পারেন তাঁরা। তবে যাঁদের সঙ্গে বাইরে যাওয়ার কথা, তাঁদেরও কোভিড টিকার পুরো ডোজ নেওয়া থাকতে হবে। রেস্তোরাঁয় যাওয়ার ক্ষেত্রেও মানতে হবে এই কোভিড বিধি।
এখানেই শেষ নয়। নতুন নির্দেশিকা বলছে, প্রয়োজনে সেলুন, ইন্ডোর শপিং সেন্টার, জাদুঘরে যেতে পারবেন তাঁরা। তবে নির্দেশিকায় ভিড় এড়ানোর কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, গণপরিবহণের ক্ষেত্রে সীমিত আসন রয়েছে এরকম গাড়িতে ওঠাই শ্রেয়। পানশালা বা রেস্তোরাঁর ক্ষেত্রেও রয়েছে কিছু আলাদা নিয়ম।
এই ক্ষেত্রে ইন্ডোর রেস্তোরাঁ, বার ও সিনেমা হলে যাতায়াত করতে পারবেন ফুললি ভ্যাকসিনেটেডরা। স্বাস্থ্য ঠিক রাখতে কঠিন শারীরিক কসরতও করতে পারবেন এঁরা। তবে তা অবশ্যই হতে হবে ইন্ডোর ক্লাস বা ঘরের মধ্যে। ভিড়ে ঠাসা এলাকা বা খেলার মাঠে মাস্ক বাধ্যতামূলক বলেছে CDC। এ ক্ষেত্রে যাঁরা ভ্যাকসিনের পুরো ডোজ নিয়েছেন, তাঁদেরও মাস্ক পরতে হবে।