G20 Summit Live: দিল্লিতে জি-২০ সম্মেলনের সমাপ্তি ঘোষণা, শান্তির বার্তা দিলেন মোদি
Delhi G20 Live Updates: জি-২০ সম্মেলন ঘিরে সাজ সাজ রব দিল্লিতে। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা এসে হাজির হয়েছেন। জেনে নিন প্রতি মুহূর্তের আপডেট।
LIVE

Background
Narendra Modi: দিল্লিতে জি-২০ সম্মেলনের সমাপ্তি ঘোষণা, শান্তির বার্তা দিলেন মোদি
দিল্লিতে জি-২০ সম্মেলনের সমাপ্তি ঘটল। মোদি বললেন, 'স্বাতী অস্তু বিশ্ব', শান্তির প্রার্থনা করলেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভার হাতে জি-২০ সম্মেলনের পৌরহিত্য তুলে দিলেন।
Lula da Silva: একশ্রেণির মানুষের হাতেই সব সম্পদ, অসাম্য় দূর করতে হবে, বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
একশ্রেণির মানুষের হাতেই সব সম্পদ রয়েছে। লক্ষ লক্ষ মানুষ ক্ষুধার জ্বালা নিয়ে দিন কাটাচ্ছেন। সমাজ থেকে অসাম্য দূর করতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, লিঙ্গ এবং জাতি বৈষম্য দূর করতে হবে, জি-২০ সম্মেলনের বৈঠকে বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা।
G-20 Summit Live Updates: সম্মেলনের শেষ দিনে আজ ফের এক টেবিলে মোদি-সুনক-হাসিনা
রাজধানীতে জি২০ মহাযজ্ঞ, বিশ্বের নজরে পাওয়ার সেন্টার দিল্লি। সম্মেলনের শেষ দিনে আজ ফের এক টেবিলে মোদি-সুনক-হাসিনা। জি২০-তে ভারতের বড় সাফল্য, দিল্লি ঘোষণাপত্রে সিলমোহর বিশ্ব নেতৃত্বের। এটা যুদ্ধের সময় নয়, দিল্লি ঘোষণাপত্রে ইউক্রেন-রাশিয়া সংঘাতের উল্লেখ।
জি২০ সম্মেলনের শেষ দিনে আজ যৌথ বিবৃতিতে সই করবেন রাষ্ট্রপ্রধানরা।
European Union: ইউক্রেনে শান্তি ফেরানোর পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, দিল্লি ডেক্লারেশন নিয়ে EU
ইউক্রেনে শান্তি ফেরানোর পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দিল্লি ডেক্লারেশন নিয়ে মন্তব্য ইউরোপিয়ান ইউনিয়নের।
G-20 Summit Live News: দিল্লি ছাড়লেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রওনা দিলেন ভিয়েতনাম
আজ জি-২০ সম্মেলনের শেষ দিন। সকালে রাজঘাটে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা। এবার দিল্লি ছাড়লেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। দিল্লি থেকে ভিয়েতনামের উদ্দেশে রওনা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
