Ganesh Chaturthi 2021: উৎসব আবহে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের, গণেশ চতুর্থীতে অতিরিক্ত ট্রেন চলবে মহারাষ্ট্রে
করোনা আবহেও সাজ সাজ রব রাজ্যজুড়ে। এই উপলক্ষে ভিড় এবং সংক্রমণে রাশ টানতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল
মুম্বই: মহারাষ্ট্রের সর্ববৃহৎ উৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গণেশ উৎসবকে কেন্দ্র করে করোনা আবহেও সাজ সাজ রব রাজ্যজুড়ে। এই উপলক্ষে ভিড় এবং সংক্রমণে রাশ টানতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)। ভারতীয় রেলের সেন্ট্রাল রেলওয়ের তরফে জানান হয়েছে ২০০টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাওসাহেব দানভের এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, উৎসবের সময় মানুষের চাহিদা মেটাতে অতিরিক্ত ৬৩টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। জুলাই মাসেও ৭২টি স্পেশাল ট্রেন চালিয়েছিল রেল। কোঙ্কন রেলওয়ে গণেশ চতুর্থীর জন্য মুম্বই থেকে কোঙ্কন ভ্রমণকারীদের জন্য ৪০টি অতিরিক্ত ট্রিপ করানোর ব্যবস্থা করেছেন রেল।
এই বছর গণেশ চতুর্থী ১০ সেপ্টেম্বর পালিত হবে। ১১ দিনের উৎসব ২১ সেপ্টেম্বর শেষ হবে। এই দিনে ভগবান গণেশের পূজা করা হয়। এই উৎসবটি মূলত মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক এবং উত্তর প্রদেশে পালিত হয়। এই উৎসবের সময় প্রচুর মানুষ তাদের বাড়িতে ভগবান গণেশের মূর্তি নিয়ে আসে। প্রতি বছর সেপ্টেম্বরে গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বইতে বিপুল জনসমাগম হয়। সেই সময় ট্রেনে মারাত্মক ভিড় থাকে।
এই ট্রেনগুলির জন্য বুকিং সমস্ত পিআরএস কেন্দ্র এবং ওয়েবসাইট www.irctc.co.in এ করা যেতে পারে। রেলওয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শুধুমাত্র কনফার্ম টিকিট রয়েছে এমন যাত্রীদেরই এই বিশেষ ট্রেনে চড়ার অনুমতি দেওয়া হবে। তবে যাত্রীদের রেলের সমস্ত কোভিড গাইডলাইন মেনে ট্রেনে উঠতে হবে বলেই জানান হয়েছে।
এদিকে, সাধারণ এসি ৩ টায়ার কামরার থেকে আরও কম ভাড়া হবে এসি ৩ টায়ার ইকোনমি ক্লাসের(AC 3-tier economy class)। রেলের (Indian Railways)তরফে জানানো হয়েছে, ৮ শতাংশ কম ভাড়ায় আরামদায়ক এয়ার কন্ডিশনে যাত্রা করতে পারবেন প্যাসেঞ্জাররা। রেলের আধিকারিকরা জানিয়েছেন, নতুন এই এসি কামরার ভাড়া সাধারণ মেইল বা এক্সপ্রেস ট্রেনের স্লিপার ক্লাসের বেস প্রাইসের ২.৪ গুণ হবে। ইতিমধ্যেই ৫০টি এসি ইকোনমি ক্লাসের কামরা বিভিন্ন রেলওয়ে জোনে পাঠিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।