Punjab Govt. Update: দাম কমানো হল বিদ্যুতের, বড় সিদ্ধান্ত পঞ্জাবের সরকারের
Punjab electricity Price: প্রতি ইউনিটের দাম ৩টাকা করে কমান হয়েছে। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই এই সিদ্ধান্ত নিল সে দেশের সরকার। এর ফলে পঞ্জাব সরকারের রাজকোষে প্রায় ৩ হাজার ৩১৬ কোটির বোঝা চাপবে।
চন্ডিগড়: পঞ্জাববাসীর জন্য বড় স্বস্তি। সোমবার পঞ্জাব মন্ত্রিসভা বিদ্যুতের শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতি ইউনিটের দাম ৩টাকা করে কমান হয়েছে। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই এই সিদ্ধান্ত নিল সে দেশের সরকার। এর ফলে পঞ্জাব সরকারের রাজকোষে প্রায় ৩ হাজার ৩১৬ কোটির অতিরিক্ত বোঝা চাপবে। মন্ত্রিসভার বৈঠকের পর পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি এই ঘোষণা করেন।
এদিন চরণজিৎ সিংহ সাংবাদিক বৈঠকে জানান, "আমরা গ্রাহকদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের শুল্ক ৩ টাকা কমিয়ে দিচ্ছি।" তিনি এও বলেন যে এটি সর্বসাধারণের জন্য 'দীপাবলির বড় উপহার'। কংগ্রেস নেতার কথায়, সরকারের তরফে সম্প্রতি একটি সমীক্ষা করা হয়েছিল। সেখানে দেখা যায় যে পঞ্জাববাসী বিদ্যুতের দাম কম চায়। নির্বাচনের আগে তাই সেদিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা, এমনটাই জানান হয়েছে।
আরও পড়ুন, রাজ্যে ফের শুরু হবে দুয়ারে সরকার, দিন ঘোষণা মমতার
চরণজিৎ সিংহ চন্নি জানিয়েছেন, ” বাড়তে থাকা বিদ্যুতের মাশুল পাঞ্জাবিদের জন্য একটি বড় সমস্যার কারণ হয়ে উঠেছিল। এর ফলে রাজ্যে একটি চরম বিশৃঙ্খলা এবং দারিদ্র্যের পরিস্থিতি তৈরি হয়েছিল। আর এই বাড়তে থাকা বিদ্যুতের মাশুলের ধাক্কা সামলাতে না পেরে আত্মহত্যাও করেছেন অনেকে।
পঞ্জাব সরকারের এই পদক্ষেপের ফলে সেখানকার ৯৫ শতাংশ মানুষ উপকৃত হবেন বলে আজ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন চন্নি। পঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আজ আরও কয়েকটি ঘোষণা করে পঞ্জাবের কংগ্রেস সরকার। এর আগে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির নেতৃত্বাধীন সরকার শহর ও গ্রামাঞ্চলে বকেয়া বিদ্যুৎ ও জলের বিল মকুবের সিদ্ধান্ত নিয়েছিল। এর ফলে রাজ্যের উপর প্রায় ১,৮০০ কোটি টাকার আর্থিক বোঝা যুক্ত হবে বলে জানান হয়েছিল সেই সময়।