এক্সপ্লোর
মন্দারমণির সমুদ্র সৈকতে দৈত্যাকৃতি 'মাছের' দেহ উদ্ধার
মৃতদেহটি সমুদ্রে ভেসে চলে এসেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে বন দফতর। মাছের ময়না তদন্ত করা হবে বলে জানা গিয়েছে।

মন্দারমণি: মন্দারমণির সমুদ্র সৈকতে উদ্ধার হল একটি বিশালাকৃতি মাছের মৃতদেহ। প্রাথমিকভাবে তিমি বলে অনুমান করছে বন দফতর। আজ সকালে সমুদ্র সৈকতে বিশাল ওই মাছটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। রাজ্য বন দফতর এটি তিমি বলে জানালেও, বিশেষত্রদের মধ্যে সংশয় রয়েছে। তাঁদের বক্তব্য, বঙ্গোপসাগরের পরিবেশ ও জীব বৈচিত্রের কারণে তিমি এখানে থাকে না। তারা থাকে ভারত মহাসাগরে। কীভাবে তিমিটি এতদূরে চলে এল, তা বুঝতে পারছেন না তাঁরা। মৃতদেহটি সমুদ্রে ভেসে চলে এসেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে বন দফতর। মাছের ময়না তদন্ত করা হবে বলে জানা গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















