Kanya Sumangla Yojana: ১৫,০০০টাকা আসবে অ্যাকাউন্টে, বাড়িতে কন্যা থাকলেই সুখবর !
Kanya Sumangla Yojana: এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কন্যাশিশুকে 15000 টাকা দেবে। সরকার অ্যাকাউন্টে দেবে মোট 15000 টাকা। 6টি কিস্তিতে এই টাকা দেওয়া হবে।
Government Scheme 2021: দেশের সার্বিক উন্নয়নে কেন্দ্র (Central Government) ও রাজ্য সরকার (State Government) সমাজের জন্য বিশেষ প্রকল্প রচনা করে। মূলত, আর্থিকভাবে পিছিয়ে থাকা নাগরিকদের জন্যই এই আর্থিক সাহায্য (Economic Help) দিয়ে থাকে সরকার। সেই ক্ষেত্রে কৃষক, মহিলা ও মেয়েদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ দেওয়া হয়। আজ আমরা আপনাকে এমন একটি সরকারি স্কিমের বিষয়ে বলব, যাতে আপনার মেয়ে 15000 টাকা পেতে পারে।
Kanya Sumangla Yojana: স্কিম কী জানেন ? উত্তরপ্রদেশের মেয়েদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে ইউপি সরকার। এই প্রকল্পের নাম কন্যা সুমঙ্গলা যোজনা 2021 (Kanya Sumangla Yojana। এই স্কিমে, আপনার মেয়ে সরকারের থেকে 15000 টাকা পাবে। কেবল ইউপির মেয়েরাই এই সুবিধা পাবেন। জেনে নিন কী বলছে স্কিম।
Government Scheme 2021: স্কিমে কী সুবিধা ? এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কন্যাশিশুকে 15000 টাকা দেবে। সরকার অ্যাকাউন্টে দেবে মোট 15000 টাকা। 6টি কিস্তিতে এই টাকা দেওয়া হবে।
Kanya Sumangla Yojana: কীভাবে পাবেন ১৫,০০০ টাকা ?
প্রথম কিস্তির জন্য 2000 টাকা - একটি কন্যা সন্তানের জন্মের উপর ভিত্তি করে।
দ্বিতীয় কিস্তির জন্য 1000টাকা দেওয়া হবে এক বছর পর্যন্ত সন্তানের টিকা দেওয়ার জন্য।
তৃতীয় কিস্তির জন্য 2000 টাকা - ক্লাস 1-এ ভর্তির জন্য
চতুর্থ কিস্তির জন্য 2000 টাকা - ক্লাস 6-এ ভর্তির জন্য
পঞ্চম কিস্তির জন্য 3000 টাকা দেওয়া হবে ক্লাস 9-এ ভর্তির জন্য
ষষ্ঠ কিস্তির জন্য 5000 টাকা - ক্লাস 10 বা ক্লাস 12 পাশের পরে বা 2 বছরের বেশি মেয়াদের ডিপ্লোমা কোর্সের পরে দেওয়া হবে। এই বিষয়ে অফিশিয়াল ওয়েবসাইট চেক করুন
এই স্কিম সম্পর্কে আরও তথ্যের জন্য আপনার অফিশিয়াল ওয়েবসাইট https://mksy.up.gov.in/women_welfare/index.php দেখা উচিত।
Kanya Sumangla Yojana: জেনে নিন কারা সুবিধা পাবেন
সুবিধাভোগীর অবশ্যই উত্তরপ্রদেশের বাসিন্দা হতে হবে।
তার একটি স্থায়ী বসবাসের শংসাপত্র থাকতে হবে। যাতে রেশন কার্ড / আধার কার্ড / ভোটার আইডি কার্ড / বিদ্যুৎ / টেলিফোন বিল বৈধ থাকতে হবে।
সুবিধাভোগীর পারিবারিক বার্ষিক আয় সর্বোচ্চ ৩ লাখ টাকা হতে হবে।
কেবল একটি পরিবারের সর্বাধিক দুটি কন্যা শিশু এই প্রকল্পের সুবিধা পাবে।
এই সুবিধা পেতে পরিবারে সর্বোচ্চ দুই সন্তান থাকতে হবে।
যদি কারও ঘরে প্রথম সন্তান একটি মেয়ে হয় ও পরে যমজ সন্তানের দুটিই মেয়ে হয়, তাহলে তিনটি মেয়েই এই সুবিধা পাবে।