GST News: GST নিয়ে বড় ঘোষণা, থাকছে মাত্র ২টি স্ল্যাব; দাম কমছে বহু জিনিসের; আপনার পছন্দের জিনিস থাকছে তালিকায় ?
Nirmala Sitharaman : কেন্দ্রের এই নতুন পদক্ষেপের জেরে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসের দাম কমতে চলেছে।

নয়াদিল্লি : বড় স্বস্তি দেশবাসীর। উৎসবের মরশুমে জিএসটি নিয়ে কাউন্সিলের বৈঠকে বড় সিদ্ধান্ত। যার জেরে আমজনতার হাতে আরও অর্থের রাস্তা পরিষ্কার হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখন থেকে আর মাত্র দু'টি GST স্ল্যাব থাকবে। ৫ ও ১৮ শতাংশের। ২২ সেপ্টেম্বর থেকেই যে নিয়ম কার্যকর হবে। এর ফলে, দেশবাসীর জীবনযাত্রা সহজ এবং সকলের জন্য ব্যবসার সরলীকরণ হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরমণ। কেন্দ্রের এই নতুন পদক্ষেপের জেরে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসের দাম কমতে চলেছে।
কী কী জিনিস রয়েছে সেই তালিকায় ?
অর্থমন্ত্রী ঘোষণা করেন, "যেসব পণ্যের উপর জিএসটি ৫% নামানো হয়েছে সেগুলি হল- চুলের তেল, টয়লেট সাবান, সাবানের বার, শ্যাম্পু, টুথব্রাশ, টুথপেস্ট, সাইকেল, টেবিলওয়্যার, রান্নাঘরের জিনিসপত্র এবং অন্যান্য গৃহস্থালীর জিনিসপত্র।
যেসব পণ্যের উপর জিএসটি ৫% থেকে কমিয়ে শূন্য করা হয়েছে - অতি উচ্চ তাপমাত্রার দুধ, ছেনা এবং পনির। সমস্ত ভারতীয় রুটির দাম শূন্য থাকবে। তাই রুটি, পরোটা, যা-ই হোক না কেন, সবই শূন্য।
জিএসটি ১২% অথবা ১৮% থেকে কমিয়ে ৫% করা হয়েছে- খাদ্যদ্রব্য- নোনতা খাবার, ভুজিয়া, সস, পাস্তা, ইনস্ট্যান্ট নুডলস, চকোলেট, কফি, সংরক্ষিত মাংস, কর্নফ্লেক্স, মাখন, ঘি, এই সব ৫% এর মধ্যে রয়েছে।
২৮% থেকে ১৮% হ্রাস - এয়ার কন্ডিশনিং মেশিন, ৩২ ইঞ্চির বেশি টিভি, সমস্ত টিভি এখন ১৮%, ডিশওয়াশিং মেশিন, ছোট গাড়ি, ৩৫০ সিসির সমান বা তার কম মোটরসাইকেল - সবই এখন ১৮% এ আসছে।"
তিনি আরও বলেন, "৩৫০ সিসির সমান বা তার কম ছোট গাড়ি এবং মোটর সাইকেলের উপর জিএসটি ২৮% থেকে কমিয়ে ১৮% করা হয়েছে।
বাস, ট্রাক এবং অ্যাম্বুলেন্সের উপর জিএসটি ২৮% থেকে কমিয়ে ১৮% করা হয়েছে। সমস্ত অটো যন্ত্রাংশের উপর সমান হার ১৮%। তিন চাকার যানবাহনের উপর ২৮% থেকে ১৮% করা হয়েছে।"
The GST Council has approved significant reforms today. These reforms have a multi-sectoral and multi-thematic focus, aimed at ensuring ease of living for all citizens and ease of doing business for all: Office of Finance Minister Nirmala Sitharaman pic.twitter.com/7yg9zELOvs
— ANI (@ANI) September 3, 2025
তবে তিনি জানিয়ে দিয়েছেন, "৪০%-এর বিশেষ হার থাকছে। প্রায় সব জিনিসপত্রই ১৮% থেকে ৫% শতাংশের মধ্যে। কিন্তু, Sin and Super Luxury Goods-এর জন্য বিশেষ হার থাকছে। ৪০% এর সেই বিশেষ হারের প্রস্তাবও করা হয়েছে, এবং এটি কেবল পান মশলা, সিগারেট, গুটকা এবং অন্যান্য তামাকজাত দ্রব্য যেমন চিবানো তামাক, জর্দা, অ-তৈরি তামাক এবং বিড়ির মতো পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
সকল পণ্য, যার মধ্যে রয়েছে বায়ুযুক্ত জল, যাতে চিনি বা অন্যান্য মিষ্টিজাতীয় পদার্থ বা স্বাদযুক্ত ক্যাফিনেটেড পানীয়, ফ্রুট ড্রিঙ্কের কার্বনেটেড পানীয় বা ফলের রসযুক্ত কার্বনেটেড পানীয় এবং অন্যান্য অ-অ্যালকোহলযুক্ত পানীয়, কম হারে নির্দিষ্ট করা পণ্যগুলি বাদ দিয়ে, ৪০% এর আওতায় আসবে।"






















