জাতীয় পতাকায় অশোক চক্রের জায়গায় ইসলামীয় লিপি, গুজরাতে গ্রেফতার ৩ নাবালক সহ ৪
বছর তিরিশের ওই মহিলা, তার দশ বছরের ছেলে ও আরও দু'জন নাবালক মিলে ওই মহিলার বাড়িতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে।
আনন্দ: জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগে তিন নাবালক এবং এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে গুজরাতের আনন্দের উমরেথ-এ। তিন নাবালককে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। বুধবার এ কথা জানিয়েছে আনন্দ ডিভিশনের পুলিশ।
ঘটনাটি ঘটে উমরেথের কাদিয়াভাল নামের একটি জায়গায়। বছর তিরিশের ওই মহিলা, তার দশ বছরের ছেলে ও আরও দু'জন নাবালক মিলে ওই মহিলার বাড়িতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে। আনন্দ ডিভিশনের ডিএসপি বিডি জাদেজা বলেছেন, ওই পতাকায় অশোক চক্রের জায়গায় ইসলাম ধর্মের কিছু লেখা ছিল। এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। যে মহিলার বাড়িতে পতাকা উত্তোলন করা হয়েছিল সেই মহিলাকে আমরা গ্রেফতার করেছি। তিনজন নাবালককে জুভেনাইল আদালতে পেশ করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে উমরেথ পুলিশ স্টেশনে মামলা দায়ের হয়েছে। আনন্দের এক সমাজকর্মী মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডলে এই পতাকা তোলার ভিডিয়োটি পোস্ট করেন। সেখানে আনন্দ পুলিশ ও গুজরাত পুলিশকে তিনি ট্যাগ করে দিয়েছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। এর পরেই পুলিশ পদক্ষেপ করে।