এক্সপ্লোর
Advertisement
আজ ৬৫-তে পা দিলেন ‘বাবুভাই’ পরেশ রাওয়াল, দেখে নেওয়া যাক তাঁর সেরা কিছু ডায়ালগ
হেরা ফেরি-র বাবুরাও গণপতরাও আপ্তে থেকে আন্দাজ আপনা আপনা-র তেজা, ওয়েলকাম-এর ডক্টর ঘুংরু, ওএমজি ওহ মাই গড-এর কাঞ্জিলালজি মেহতা, উরি-তে অজিত ডোভালের চরিত্র- পরেশ মানেই চরিত্রের নানা বর্ণ, নানা বৈচিত্র। প্রতিটি চরিত্র তিনি সমৃদ্ধ করে তুলেছেন তাঁর অসামান্য অভিনয়গুণে।
মুম্বই: বলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা পরেশ রাওয়ালের আজ জন্মদিন। ৬৫-তে পা দিলেন তিনি। ৩০ বছরের বেশি সময় ধরে চলচ্চিত্রপ্রেমীদের পরেশ মন্ত্রমুগ্ধ করে রেখেছেন তাঁর অভিনয়গুণে। বলিউডে পা রাখেন ১৯৮৫-তে, অর্জুন ছবিতে পার্শ্বচরিত্রের মাধ্যমে কিন্তু তাঁকে পরিচিতি দেয় ৮৬-তে মুক্তি পাওয়া নাম ছবিটি। তখন থেকে আর পিছু ফেরেননি পরেশ।
হেরা ফেরি-র বাবুরাও গণপতরাও আপ্তে থেকে আন্দাজ আপনা আপনা-র তেজা, ওয়েলকাম-এর ডক্টর ঘুংরু, ওএমজি ওহ মাই গড-এর কাঞ্জিলালজি মেহতা, উরি-তে অজিত ডোভালের চরিত্র- পরেশ মানেই চরিত্রের নানা বর্ণ, নানা বৈচিত্র। প্রতিটি চরিত্র তিনি সমৃদ্ধ করে তুলেছেন তাঁর অসামান্য অভিনয়গুণে। অভিনয়ের পাশাপাশি পরেশ একজন রাজনীতিবিদ, ২০১৪-২০১৯ পর্যন্ত তিনি আমদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ছিলেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি দারুণ সক্রিয়, নানা বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়মিত আলোচনা করেন।
এবার দেখে নেওয়া যাক তাঁর কিছু কালজয়ী ডায়ালগ
- ইয়ে বাবুরাও কা স্টাইল হ্যায়- হেরা ফেরি
- জাঁহা ধর্ম হ্যায় না, বাঁহা সত্য কে লিয়ে জাগাহ নেহি হ্যায়... অওর জাঁহা সত্য হ্যায় ট্রুথ হ্যায় বাঁহা ধর্ম কি জরুরত হি নেহি হ্যায়- ও মাই গড
- খিচে হুয়ে কান সে মিলা হুঁয়া জ্ঞান... হামেশা ইয়াদ রহতা হ্যায়- রাজা নটবরলাল
- ইয়ে হিন্দুস্থান অব চুপ নেহি বয়ঠেগা, ইয়ে নয়া হিন্দুস্তান হ্যায়, ইয়ে ঘর মে ঘুসেগা ভি অওর মারেগা ভি- উরি
- পহলে তো ও খাড়া থা গাঁধী কি তরহা... ফির মুছে ঝাড় দিয়া আঁধি কি তরহা... অওর ইয়ে তুমহারে পহেলওয়ান সব গির গ্যয়ে মাচিস কি কান্ধি কি তরহা- হিম্মতওয়ালা
- তেজা ম্যায় হুঁ... মার্ক ইধার হ্যায়- আন্দাজ আপনা আপনা
- সির্ফ সিদ্ধান্ত কি বল পর রাজনীতি নেহি চলতি... ইসকে লিয়ে স্থিতি কো সমঝনা জরুরি হ্যায়, সময় কো চাল কো সমঝানা জরুরি হ্যায়- সর্দার
- দুশমনি কর তো দুশমন কো রাস্তে কা ভিখারি বনা দো... তাকি ও হাথ ফয়লায়ে, হাথ উঠা না সকে- স্বর্গ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement