এক্সপ্লোর
এবার সিনেমায় নামছেন হরভজন, দেখা যাবে ফ্রেন্ডশিপ ছবিতে
হরভজনের স্ত্রী গীতা বসরা অভিনেত্রী। কিন্তু ছবিতে তিনি রয়েছেন কিনা এখনও জানা যায়নি।

মুম্বই: অজয় জাডেজা, বিনোদ কাম্বলির পর এবার আর এক ক্রিকেটার বড় পর্দায় আসছেন। তারকা স্পিনার হরভজন সিংহকে দেখা যাবে ফ্রেন্ডশিপ ছবিতে। সম্ভবত এ বছরই মুক্তি পাবে ছবিটি। হরভজনের স্ত্রী গীতা বসরা অভিনেত্রী। কিন্তু ছবিতে তিনি রয়েছেন কিনা এখনও জানা যায়নি। ফ্রেন্ডশিপ-এর পরিচালক জেপিআর ও শ্যাম সূর্য। ছবিতে হরভজনই মুখ্য চরিত্রে রয়েছেন। নির্মাতারা টুইটারে পোস্ট করেছেন ছবির পোস্টার।
For the first time in Indian cinema, Indian cricketer @harbhajan_singh will be playing the lead role in a film, #Friendship. This "2020" will be Unexpected!!! And its going to Spin WorldWide.@JPRJOHN1 @RIAZtheboss @ImSaravanan_ P #ShamSurya #SeantoaStudio #Cinemaasstudio pic.twitter.com/Fmg7gS33Ia
— Komal Nahta (@KomalNahta) February 2, 2020
ভারতীয় দলের হয়ে ১০৩ টেস্ট খেলেছেন হরভজন, পেয়েছেন ৪১৭ উইকেট। ২৩৬টি একদিনের ম্যাচ খেলে ২৬৯টি উইকেট পেয়েছেন তিনি। শেষ টেস্ট তিনি খেলেছেন ২০১৫-য় শ্রীলঙ্কার বিরুদ্ধে। সে বছরই মুম্বইতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেন। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জ্যোতিষ
ক্রিকেট






















