এক্সপ্লোর
Advertisement
হাথরাস গণধর্ষণ: অপরাধীদের সাজার দাবিতে সরব বিরাট কোহলি
হাথরাস গণধর্ষণ-কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ঘটনার তীব্র নিন্দা করে তিনি দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন।
নয়াদিল্লি: হাথরাস গণধর্ষণ-কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ঘটনার তীব্র নিন্দা করে তিনি দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন।
সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল টুর্নামেন্টে ব্যস্ত বিরাট। কিন্তু উত্তরপ্রদেশে হাথরাসে ১৯ বছরের তরুণীর উপর পাশবিক নির্যাতনের ঘটনা নাড়িয়ে দিয়েছে তাঁকে। ক্রুদ্ধ ভারত অধিনায়কের টুইট, হাথরাসে যা ঘটেছে তা অমানবিক এবং নৃশংসতার সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। আশা করি, এমন জঘন্য কাজের সঙ্গে যারা যুক্ত, সেই অপরাধীদের উচিত সাজা দেওয়া হবে।
গত ১৪ সেপ্টেম্বর হাথরসে নিজের গ্রামের বাইরে মাঠে মা ও ভাইয়ের সঙ্গে ঘাস কাটতে গিয়েছিলেন ওই তরুণী। ঘাসের বোঝা নিয়ে তার ভাই আগে বাড়ি চলে গিয়েছিল। ঘাস কাটতে কাটতে মায়ের থেকে ওই তরুণী কিছুটা দূরে চলে গিয়েছিল। সেই সময় চার যুবক তাকে বাজরা ক্ষেতে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। বেধড়ক মারধার করা হয়। কেটে দেওয়া হয় তরুণীর জিভ। পরের দিন গুরুতর আহত অবস্থায় তাকে আলিগড়ের জেএন মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে দিল্লির সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মঙ্গলবার মৃত্যু হয় তার। হাসপাতালে থাকাকালীনই চার অভিযুক্তকে চিহ্নিত করে যায় তরুণী।
তরুণী মৃত্যুর পরে উত্তরপ্রদেশে নারী নিরাপত্তা নিয়ে সরব হয়েছে একাধিক বিরোধী দল। উত্তরপ্রদেশে মহিলাদের কোনও নিরাপত্তা নেই বলে সরব হন প্রিয়াঙ্কা গাঁধী। চাপের মুখে পড়ে সিট গঠন করেছে উত্তরপ্রদেশ সরকার। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement