এক্সপ্লোর
ডাক্তার নিগ্রহ রুখতে আইন আনার কথা ভাবছে স্বাস্থ্যমন্ত্রক
সম্প্রতি দিল্লির সফদরজং হাসপাতালে এক রোগী মৃত্যুর পর দুই রেসিডেন্সিয়াল ডাক্তারের উপর চড়াও হয় রোগীর পরিবারের লোকজনরা। আসামে চা বাগানে প্রবীণ চিকিৎসক দেবেন দত্তের মৃত্যুর ঘটনাও নড়িয়ে দিয়েছে সারা দেশকে।

নয়াদিল্লি: সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় ডাক্তারদের উপর হামলা বা হিংসার ঘটনা ঘটেছে। তার জেরে প্রতিবাদে ধর্মঘটের পথেও হেঁটেছেন ডাক্তাররা। শুধু তাই নয়, রোগী মৃত্যুর জন্য হাসপাতাল ও ডাক্তারদের দিকে অভিযোগের আঙুল তুলে হাসপাতালের সম্পত্তি নষ্টের ঘটনাও ঘটছে প্রায়ই। এ ধরনের ঘটনা রুখতে আইন তৈরির করার কথা ভাবছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। সম্প্রতি দিল্লির সফদরজং হাসপাতালে এক রোগী মৃত্যুর পর দুই রেসিডেন্সিয়াল ডাক্তারের উপর চড়াও হয় রোগীর পরিবারের লোকজনরা। কলকাতায় এনআরএস মেডিক্যাল কলেজে ডাক্তার নিগ্রহ নিয়ে বিক্ষোভে নেমেছিলেন সারা দেশের চিকিৎসকরা। স্তব্ধ হয়ে গেছিল বহু হাসপাতালের আউটডোর পরিষেবা। আসামে চা বাগানে প্রবীণ চিকিৎসক দেবেন দত্তের মৃত্যুর ঘটনাও নড়িয়ে দিয়েছে সারা দেশকে। 'দ্য হেলথকেয়ার সার্ভিস পারসোনেল অ্যান্ড ক্লিনিক্যাল এসট্যাবলিশমেন্ট বিল, ২০১৯'- এর খসড়া তৈরি হয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই বিলটির ব্যাপারে জনগণের কোনও পরামর্শ বা আপত্তি থাকলে, তা জানতে চাওয়া হবে। এই ব্যাপারে বিজ্ঞপ্তি জানানোর ৩০ দিনের মধ্যে পরামর্শ বা আপত্তির কথা জানাতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















