এক্সপ্লোর
‘বড় নেতা হতে চাইলে পুলিশ সুপার বা জেলাশাসকের কলার ধরতে হবে’, ছত্তীসগঢ়ের মন্ত্রীর উপদেশ ছাত্রদের, বিতর্ক
শিল্পমন্ত্রী কাওয়াসি লাখমা শিক্ষক দিবস উপলক্ষ্যে একটি সরকারি স্কুলে যান। সেখানে ছাত্রদের সঙ্গে কথোপকথনের মাঝেই তিনি এই মন্তব্য করেন বলে অভিযোগ। মন্ত্রীর এই বক্তব্যের একটি ভিডিও-ও প্রকাশ্যে এসেছে।

ছত্তীসগঢ়: ‘বড় রাজনীতিবিদ হতে চাইলে পুলিশ সুপার বা জেলাশাসকের কলার পাকড়ে ধরতে হবে’, ছত্তীসগঢ়ের মন্ত্রীর মন্তব্য ঘিরে আপাতত উত্তাল রাজনৈতিক মহল। শিল্পমন্ত্রী কাওয়াসি লাখমা শিক্ষক দিবস উপলক্ষ্যে একটি সরকারি স্কুলে যান। সেখানে ছাত্রদের সঙ্গে কথোপকথনের মাঝেই তিনি এই মন্তব্য করেন বলে অভিযোগ। মন্ত্রীর এই বক্তব্যের একটি ভিডিও-ও প্রকাশ্যে এসেছে। ভিডিওয় দেখা গিয়েছে, এক ছাত্র তাঁকে প্রশ্ন করে, তিনি বড় নেতা হওয়ার জন্য কী করেছিলেন? উত্তরে মন্ত্রী বলেন, বড় নেতা হতে গেলে এসপি বা কালেক্টরের কলার চেপে ধরো। যদিও অভিযোগ উড়িয়ে বাঘেল সরকারের মন্ত্রীর দাবি, তাঁর বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। লাখমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি স্কুল বা আশ্রমে গেলে ছাত্রছাত্রীদের প্রশ্ন করে থাকেন, বড় হয়ে কী হতে চাও। আমাকে এক ছাত্র প্রশ্ন করে, বড় নেতা হতে গেলে কী করতে হবে। এতে নাকি মন্ত্রী জবাব দেন, ভাল করে পড়াশুনা করো, জনগণের সমস্যার জন্য রাস্তায় নেমে লড়াই করো, কঠোর পরিশ্রম করো। তিনি কখনওই কোনও বিতর্কিত মন্তব্য করেননি। এই সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। বিজেপি বিধায়ক অজয় চন্দ্রকর খোঁচা মেরে বলেন, মুখ্যমন্ত্রী বাঘেলকে ‘শুভেচ্ছা’, তাঁর মন্ত্রীদের ‘ভাল শব্দ’ ব্যবহার করার জন্য! টুইটারে একটি ভিডিও-ও শেয়ার করেন তিনি।
https://t.co/UIcWRgaPKp@kawasi_lakhma @INCChhattisgarh @priyankagandhi @RahulGandhi @plpunia @TS_SinghDeo @tamradhwajsahu0 @newpowergame @Glibs_Media @ZeeMPCG @News18CG @etvchhattisgarh
— Ajay Chandrakar (@Chandrakar_Ajay) September 9, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















