এক্সপ্লোর
Advertisement
ইন্টারনেট পরিষেবা দানকারী সংস্থাগুলিকে বলা হবে ব্লক করতে, নামানো যাবে না প্লে স্টোর থেকে, দেখে নিন, কীভাবে টিকটক ও অন্য চিনা অ্যাপ বন্ধ করবে কেন্দ্র
সম্ভবত ইন্টারনেট পরিষেবা দেওয়া সংস্থাগুলিকে বলা হবে এই সব অ্যাপ ব্লক করতে।
কলকাতা: টিকটক, ইউসি ব্রাউজার, ক্যামস্ক্যানারের মত ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। এই সব অ্যাপ দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, গ্রাহকদের গোপন তথ্য চুরি করছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। কিন্তু কীভাবে ফোনে ডাউনলোড করা অ্যাপ নিষিদ্ধ করা হবে? জেনে নিন।
টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ারইট, ক্যামস্ক্যানার- এমনই ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র। তথ্য প্রযুক্তি আইন, ২০০০-এর ৬৯এ ধারায় এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই ধরনের মোবাইল অ্যাপের অপব্যবহারের ব্যাপারে তাঁদের কাছে বহু অভিযোগ এসেছে, এরা বিদেশের সার্ভার ব্যবহার করে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করে। এটা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্ন, ফলে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এবার দেখে নেওয়া যাক, কীভাবে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা
সম্ভবত ইন্টারনেট পরিষেবা দেওয়া সংস্থাগুলিকে বলা হবে এই সব অ্যাপ ব্লক করতে। গ্রাহকরা শিগগিরই মেসেজ পেতে পারেন, যাতে বলা হবে, সরকারের নির্দেশে এই অ্যাপগুলি বন্ধ করা হয়েছে। তবে যে সব অ্যাপের লাইভ ফিড লাগে যেমন টিকটক ও ইউসি নিউজ তাদের এভাবে বন্ধ করা গেলেও বেশ কিচু অ্যাপে কিন্তু ইন্টারনেট সংযোগ লাগে না। ক্যামস্ক্যানারের মত অ্যাপ সম্ভবত আর ডাউনলোড করা যাবে না, গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে এগুলি ব্লক করে দেওয়া হবে।
নিষিদ্ধ এই সব অ্যাপের মধ্যে কিছু ভারতে অত্যন্ত জনপ্রিয়, যেমন টিকটক। ১০ কোটির বেশি মানুষ এই টিকটক ব্যবহার করেন। এছাড়া হেলো ও লাইকি-র মত অ্যাপ, ভিডিও চ্যাট অ্যাপ বিগো লাইভ-এরও জনপ্রিয়তা রয়েছে। এ সব ক্ষেত্রে গ্রাহকদের অন্য উপায় খুঁজতে হবে। গত বছর মাদ্রাজ হাইকোর্টের এক রায়ে দেশে কিছুদিনের জন্য টিকটক বন্ধ ছিল। কিন্তু আদালত নিষেধাজ্ঞা তুলে নিলে তা আবার চালু হয়ে যায়। কিন্তু এবারে খোদ কেন্দ্র এই নিষেধাজ্ঞা জারি করেছে, এই সিদ্ধান্তের একটি নির্দিষ্ট কৌশলগত ও জাতীয় নিরাপত্তা সম্পর্কিত কারণ রয়েছে। এটি সম্ভবত এদেশে চিনা বিনিয়োগের প্রতি ভারতের হুঁশিয়ারি, আরও ভালভাবে বলতে গেলে চিনেরই প্রতি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement