Maha Kumbh: পরিবার নিয়ে প্রয়াগরাজে মহাকুম্ভে জয় শাহ
Jay Shah: মহাকমুম্ভে অংশ নেওয়ার আগে রবিবার অযোধ্যার হনুমানগারহি মন্দিরে গিয়েছিলেন জয় শাহ। তাঁর সঙ্গে ছিল তাঁর ছেলে ও ছিলেন বাবা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

প্রয়াগরাজ: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় আইসিসি চেয়ারন্য়ান জয় শাহ। পরিবারকে নিয়ে মহাকুম্ভে এলেন প্রাক্তন বোর্ড সচিব। প্রয়াগরাজে পৌঁছানোর পরই ৩৬ বছরের এই ক্রিকেট প্রশাসককে দুর্দান্ত অভিবাদন জানানো হল বিমানবন্দরে। মহাকমুম্ভে অংশ নেওয়ার আগে রবিবার অযোধ্যার হনুমানগারহি মন্দিরে গিয়েছিলেন জয় শাহ। তাঁর সঙ্গে ছিল তাঁর ছেলে ও ছিলেন বাবা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
এর আগে আমদাবাদের মন্দিরে দেখা গিয়েছিল অমিত শাহ ও তাঁর ছেলে জয় শাহ-কে। সেখানেই বাবা-ছেলের এক মধুর সমীকরণ ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যেখানে স্নেহশীল পিতা অমিত শাহর ধমকও খেতে হল আর এক পুত্রবৎসল জয় শাহকে। ঠিক কী হয়েছিল? বুধবার আমদাবাদের জগন্নাথ মন্দিরে সপরিবারে পুজো দিতে গিয়েছিলেন অমিত শাহ। উত্তরায়ণ উৎসব চলছে। তারই উদযাপনে জগন্নাথ মন্দিরে হাজির হয়েছিলেন তিনি। অমিত শাহর সঙ্গে ছিলেন পুত্র জয় শাহ ও নাতিও। মন্দিরে পুজো দেওয়ার ফাঁকে বাপ-বেটার একটা হাল্কা মেজাজের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।
জগন্নাথ মন্দিরে তখন আরতি চলছে। অমিত শাহ রীতি মেনে পুজো করছিলেন। আরতি সম্পন্ন হতেই জ্বলন্ত পঞ্চপ্রদীপ জয় শাহর পুত্র দিকে এগিয়ে দেন অমিত শাহ। মনে করা হয়, পঞ্চপ্রদীপের আগুনের ওম শরীর ও মনকে তরতাজা করে, সুস্বাস্থ্যের অধিকারী হন প্রার্থনাকারী। সেই প্রথা মেনেই প্রদীপ এগিয়ে দেন অমিত শাহ।
জয় শাহকে তখনই দেখা যায় পুত্রকে আগুনের আঁচ থেকে আড়াল করছেন। যাতে তাপে একরত্তি কষ্ট না পায়। যা দেখে গুজরাতি ভাষায় অমিত শাহ বলে ওঠেন, 'কস্সু নাই থে, তারে কাই নোভো নাভায়ে নো ছোকরো ছে।' যার বাংলা করলে দাঁড়ায়, 'কিচ্ছু হবে না। তোর ছেলে কি বাকিদের চেয়ে আলাদা নাকি?' সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই মজার ভিডিও ছড়িয়ে পড়ে দ্রুত গতিতে। ভাইরাল হয়ে যায়।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভের আয়োজন। ১৩ জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভে লক্ষাধিক ভক্ত আসছেন। অনেক বাবাকেও দেখা যাচ্ছে এই মহাকুম্ভে। আমরা যদি গত কয়েকদিনের কথা বলি, IITian Baba নামে বিখ্যাত অভয় সিং গ্রেওয়াল সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়।
একের পর এক নিউজ চ্যানেলে এখন তার সাক্ষাৎকার দেখানো হচ্ছে। সবচেয়ে সুন্দরী সাধ্বী হিসাবে হর্ষ রিচারিয়া এখন সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। শোনা গেছে, আইআইটিিয়ান বাবাকে কুম্ভের আখড়া থেকে বহিষ্কার করা হয়েছে। একই পরিস্থিতি হয়েছে সাধ্বী হর্ষেরও। জানেন কারা এই ভাইরাল সাধু, সন্তদের কুম্ভ ছাড়া করাচ্ছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
