India Pakistan Ceasefire: 'দেশের সুরক্ষায় কমপক্ষে ১০টি স্যাটেলাইট কাজ করছে', 'নিরাপত্তা' সুনিশ্চিত করতে কী বার্তা ইসরোর চেয়ারম্যানের ?
ISRO Chairman On National Security: দেশের নিরাপত্তা নিয়ে বড় বার্তা , ভারত-পাক সংঘাত বিরতির আবহে কী দাবি এবার ইসরোর চেয়ারম্যানের ?

নয়াদিল্লি: গতকাল ভারত-পাক সংঘাত বিরতির আবহেই ক্ষেপণাস্ত্র ব্রহ্মস-এর নতুন ইউনিটের উদ্বোধন করেছেন প্রতিরক্ষামন্ত্রী। বলেছিলেন, 'দেশ শক্তিশালী না হলে কেউ সম্মান করবে না।' চব্বিশ ঘণ্টা পেরোতে না পেরোতেই, ভারত-পাক DGMO পর্যায়ের বৈঠকের আগে দেশের নিরাপত্তা নিয়ে বড় বার্তা দিলেন এবার ইসরোর চেয়ারম্যান। বলেন, 'দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইলে স্যাটেলাইটের মাধ্যমে করতে হবে।'
আরও পড়ুন, সংঘর্ষ বিরতির পর আজ প্রথম বৈঠক ভারত ও পাকিস্তানের, কথা হবে ২ দেশের DGMO পর্যায়ে..
'দেশের সুরক্ষার জন্য কমপক্ষে ১০টি স্যাটেলাইট কাজ করছে'
এদিন ইসরোর চেয়ারম্যান বলেন, 'দেশের সুরক্ষার জন্য কমপক্ষে ১০টি স্যাটেলাইট কাজ করছে। সেগুলি স্ট্র্যাটেজিক ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং দেশের নাগরিক নিরাপত্তার কাজে লাগে। আমাদের প্রতিবেশীদের আমরা জানি, দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইলে স্যাটেলাইটের মাধ্যমে করতে হবে। ৭ হাজার কিলোমিটার দীর্ঘ সমুদ্রতীরে আমাদের নজরদারি চালাতে হয়। স্যাটেলাইট আর ড্রোন প্রযুক্তি ছাড়া এই নজরদারি সম্ভব নয়।'
ইসরোয় প্রশংসায় পঞমুখ জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি
জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি বলেন, 'তাঁরা (ISRO) যে সুক্ষভাবে পৃথিবীকে পর্যবেক্ষণ করছেন, অন্তত ভারতের মূল যে ভূখন্ড, তার আশপাশের অঞ্চলে, সেখানে কিন্তু ধরা পড়তে পারে আরও অনেক কিছু জিনিস। এই মুহূর্তে আমরা জানতে পারছি, প্রতিরক্ষা ক্ষেত্রেও আমাদের, অনেক কিছু নতুন নতুন তথ্য, জানান দিচ্ছে ভারতের উপগ্রহরা।এমনিতে হয়তো এটা আমাদের জানার কথা নয়। সেই তথ্যগুলির উপর ভিত্তি করেই কিন্তু ভারতবর্ষের প্রতিরক্ষা ব্যবস্থা, তাঁরা নিজেরা প্ল্যানিং করছে, যে কীভাবে ভারতের সার্বোভৌমত্ব , স্বাধীনতা, নিরাপত্তা-কীভাবে সুনিশ্চিতভাবে ঠিক করা যেতে পারে।'
'অনেক কিছু নতুন নতুন তথ্য, জানান দিচ্ছে উপগ্রহরা'
দেবীপ্রসাদ দুয়ারির সংযোজন,' এটা একটা বিরাট বড় দিক, যে আমাদের দেশের সুরক্ষা, যে কী হতে চলেছে, ঘটনার সত্যতা জানানোর জন্য, উপগ্রহরা যে কাজ করে চলেছে, এটা অনস্বীকার্য। সেই জন্য আগামীদিনে আমার মনে হয়, যে ঘটনাগুলি ঘটে চলেছে, তার থেকে উচিত শিক্ষা নিয়ে আরও শক্তভাবে, আরও সুনিপুণভাবে, আরও জোরালোভাবে ভারতবর্ষ যাতে ভাল অবস্থায় থাকে, তার জন্য ইসরো আরও নতুন করে কাজ করবে।'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















