India Pakistan Conflict: শত্রুপক্ষের সব সঙ্কেতকেই ডিকোড, সীমান্ত ছোঁওয়ার আগেই নিকেশ ; কীভাবে কাজ করেছে নৌবাহিনী
Indian Navy How Destroy Pakistani Defence Architecture: সমুদ্রপৃষ্ঠের স্তরে স্তরে ছিল বলয়, কীভাবে শত্রুপক্ষকে সীমান্ত ছোঁয়ার আগেই ধরাশায়ী করল নৌবাহিনী, শোনালেন সেই সব প্ল্যানিং এএন প্রমোদ

নয়াদিল্লি: সংঘর্ষ বিরতির পর আজ প্রথম DGMO পর্যায়ের বৈঠক ছিল ভারত ও পাকিস্তানের। তবে সেই বৈঠকের সময়সূচি পিছিয়ে যেতেই এদিন তার আগেই অনুষ্ঠিত হল ভারতীয় সেনার সাংবাদিক সম্মলেন। কীভাবে প্ল্যান করা হয়েছিল সব কিছু, সেই গুরুত্বপূর্ণ গ্রাফিক্স এদিন স্ক্রিনে তুলে ধরেন এয়ার মার্শাল একে ভারতী। এরপর একে একে গুরত্বপূর্ণ বিষয় সামনে আনেন লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। এরপরেই সাংবাদিক বৈঠকে মুখ খোলেন এএন প্রমোদ। ভারতীয় নৌসেনার (Indian Navy) প্রশংসায় পঞ্চমুখ তিনি।
আরও পড়ুন, পহেলগাঁও হামলায় যোগ্য জবাব পাকিস্তানকে, 'অপারেশন সিঁদুর'-র সাফল্যে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা !
তিনি বলেন, ভারতীয় নৌসেনা, প্ল্যান করে সমুদ্রের বিভিন্ন স্তরে বলয় তৈরি করে নিজেদের সর্বোচ্চ শক্তি খাটিয়েছে। ভারতীয় রেডার সিস্টেমকে যথোপযুক্তভাবে কাজে লাগানো হয়েছে। শত্রুপক্ষের উড়োজাহাজ দেশের মাটি স্পষ্ট করার অনেক আগেই তাঁদের ধ্বংস (Nuetralize) করে দেওয়া হয়েছে। শত্রুপক্ষের পাঠানো সমস্ত সঙ্কেত ধরতে পেরেছে। এবং যাবতীয় হুমকির যোগ্য জবাব দিয়েছে ভারতীয় নৌসেনা।
বায়ুসেনার এয়ার মার্শাল একে ভারতী বলেন, আমাদের এয়ার অপারেশনের কিছু ফলাফল দেখুন। এই হচ্ছে পাসরুর (পাকিস্তান) এয়ার ডিফেন্স সিস্টেম। স্ট্রাইকের পর এই রেডার পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। চাকলালা এয়ারফিল্ড, নুর খান, গুরুত্বপূর্ণ এয়ারবেস, এখানে বহু লজিস্টিক অ্যাসেট রয়েছে। পাকিস্তান সোশাল মিডিয়ায় মিথ্যের ফুলঝুরি ছোটাচ্ছে। কিন্তু, ভারতীয় সেনা একেবারে ছবি দেখিয়ে, তথ্য দিয়ে জানিয়ে দিল, পাকিস্তানের চুনিয়া এয়ার ডিফেন্স রেডার,আরিফওয়ালা এয়ার ডিফেন্স রেডার, সারগোধা এয়ারফিল্ড, রহিম ইয়ার খান এয়ারফিল্ড,সাক্কার এয়ারফিল্ড, ভোলারি এয়ারফিল্ড, জেকোবাবাদ এয়ারফিল্ড সহ কোথায় কীভাবে আঘাত হেনে ধ্বংস করেছে তারা।
একঘণ্টার বেশি সময় ধরে সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, বায়ুসেনার ডিরেক্টর জেনারেল অফ এয়ার অপারেশনস এয়ার মার্শাল এ কে ভারতী এবং নৌসেনার ডিরেক্টর জেনারেল অফ নাভাল অপারেশনস ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ জানান, ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের ভিতরে একেবারে ইসলামাবাদের সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত অপারেশন সিঁদুর শুরু করার পর, ভারতীয় সেনার একাধিক ছাউনিকে টার্গেট করার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু টার্গেট ছুঁতে পারা দূরের কথা, তার ধারেকাছেও পৌঁছোতে দেয়নি ভারতের এয়ার ডিফেন্সের দুর্ভেদ্য ব্যূহ।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















