India Airport Shut: দেশের ২৪ বিমানবন্দর বন্ধ, যাত্রীদের বিশেষ নির্দেশিকা
ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির তরফে জানানো হয়েছে ভারতের সমস্ত বিমানবন্দরে নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে

নয়া দিল্লি: ভারত পাকিস্তান উত্তেজনার মাঝে দেশের ২৪টি বিমানবন্দর বন্ধ করা হয়েছে বলে খবর। এর পাশাপাশি দেশের সমস্ত বাসিন্দাদের বলা হয়েছে বিমান ছাড়ার ৩ ঘণ্টা আগে রিপোর্ট করতে হবে তাঁদের। ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি এই নির্দেশ দিয়েছে।
ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির তরফে জানানো হয়েছে ভারতের সমস্ত বিমানবন্দরে নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে। বিমান ওড়ার অন্তত তিন ঘণ্টা আগে যাত্রীদের পৌঁছে যেতে হবে। চেক-ইন এবং বোর্ডিং যাতে আরও সাবলীল হয় সেই জন্যই ব্যবস্থা। চেক-ইন বন্ধ হিয়ে যাবে বিমান ওড়ার সময়ের ৭৫ মিনিট আগে। এয়ার ইন্ডিয়ার এক্স হ্যান্ডেলে এইসব তথ্য দেওয়া হয়েছে।
#TravelAdvisory
— Air India (@airindia) May 8, 2025
In view of an order by the Bureau of Civil Aviation Security on enhanced measures at airports, passengers across India are advised to arrive at their respective airports at least three hours prior to scheduled departure to ensure smooth check-in and boarding.…
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন। হিন্দু পর্যটকদের বেছে বেছে খুন করা হয়েছে। বৈসারন উপত্যকার এই জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারত। ২৫ মিনিটের অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি। লস্কর, জইশ, হিজবুলের জঙ্গি ঘাঁটি, হেডকোয়ার্টার, জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র, মাদ্রাসা রয়েছে এই তালিকায়।
ভারতের প্রত্যাঘাতের পর থেকেই অশান্ত নিয়ন্ত্ররেখা বরাবর বিভিন্ন সেক্টর। পাকিস্তানের তরফে ভারতে এয়ার স্ট্রাইকও করা হয়েছে, তবে সব হামলা যোগ্য জবাব দিয়ে প্রতিহত করেছে ভারত।
সাম্বা সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছিল পাকিস্তানের তরফে। তবে এই অনুপ্রবেশ সফলভাবে রুখে দিয়েছে বিএসএফ। সন্ত্রাসবাদ বন্ধে পদক্ষেপ নিন। কড়া বার্তা মার্কিন বিদেশসচিবের। পাকিস্তান ও ভারতের এই উদ্বেগের পরিস্থিতিতে মার্কিন বিদেশসচিব কথা বলেছেন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে।






















