India Pakistan Tension:সীমান্তে সংঘর্ষ, নিরাপত্তায় জোর আম্বালায়, রাত ৮ থেকে সকাল ৬টা পর্যন্ত কোনও আলো জ্বালানো নিষেধ
India Pakistan War: আম্বালাতেও চলছে এয়ার সাইরেন অ্যালার্ট, গোটা আম্বালার সমস্ত স্কুল কলেজ বন্ধ

পার্থপ্রতিম ঘোষ, নয়াদিল্লি: সীমান্তে সংঘর্ষ, নিরাপত্তায় জোর আম্বালায়। আম্বালাতেও চলছে এয়ার সাইরেন অ্যালার্ট। রাস্তাতেও কড়া নজরদারি নিরাপত্তাবাহিনীর। রাত ৮ থেকে সকাল ৬টা পর্যন্ত এলাকায় কোনও আলো জ্বালানো নিষেধ। গোটা আম্বালার সমস্ত স্কুল কলেজ বন্ধ।
আরও পড়ুন, সীমান্তে ভারত-পাক সংঘাতের মধ্যেই রাজ্যে জঙ্গি সন্দেহে গ্রেফতার আজমল-সহ ২ ! বড় সাফল্য বেঙ্গল STF-র..
সীমান্তে সংঘর্ষের মধ্যেই মুম্বই উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। মুম্বইয়ের সি বিচ থেকে লোকেদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্রের ধারে ঘুরে বেড়াতে স্থানীয়দের বারণ করা হয়েছে। মুম্বইয়ের সমুদ্র তীরবর্তী এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।সীমান্তে পাক হামলার কারণে দিল্লিতে ঐতিহাসিক জায়গাগুলোতে নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে। লাল কেল্লা, কুতুব মিনার-সহ পর্যটনস্থলগুলিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। CC ক্যামেরায় নজরদারি চালাচ্ছে দিল্লি পুলিশ। ঐতিহাসিক স্থানগুলিতে প্রচুর মানুষ আসেন।তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখেই বাড়তি সতর্ক দিল্লি পুলিশ। চণ্ডীগড়, মোহালিতে আকাশপথে আক্রমণের সতর্কতা জারি। সতর্কতা জারি করল এয়ারফোর্স স্টেশন। চণ্ডীগড়ে বাজতে শুরু করল এয়ার সাইরেন। শহরের বাসিন্দাদের ঘরে থাকতে পরামর্শ প্রশাসনের। ব্যালকনিতেও আসতে নিষেধাজ্ঞা জারি।
ভারতীয়দের উপর পাক-হামলার একের পর এক চক্রান্ত ব্যর্থ করল ভারতীয় সেনা। হামলা চালাতে আসা পাকিস্তানের JF-17 এবং F-16 যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ভারত। পাকিস্তানের ছোড়া মিসাইল ও ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করে দিল ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম S-400। আর এরপরই পাকিস্তানের ওপর ফের জোরাল প্রত্য়াঘাত করল ভারত। একসঙ্গে পাকিস্তানের সাতটা শহরে অ্য়াকশনে নামল ভারতীয় সেনাবাহিনী। একদিকে পাকিস্তানের পরপর হামলার চেষ্টা ব্য়র্থ করে দেওয়া।অন্য়দিকে, পাকিস্তানের একের পর এক শহরে জোরাল প্রত্য়াঘাত। মিসাইল, ড্রোন থেকে যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়ে বৃহস্পতিবার রাতে ফের পাকিস্তানকে নিজের ক্ষমতা বোঝাল ভারত। হামলা চালাতে আসা পাকিস্তানের দুটো JF-17 এবং একটা F-16 যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ভারত। পাকিস্তানের ছোড়া একটাও মিসাইল এবং ড্রোন টার্গেটে পৌঁছনো দূরে থাক। মাঝ আকাশেই তাদের ধ্বংস করে দিল ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম S-400।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















