India Pakistan Tensions: সীমান্তে ভারত-পাক সংঘাতের মধ্যেই রাজ্যে জঙ্গি সন্দেহে গ্রেফতার আজমল-সহ ২ ! বড় সাফল্য বেঙ্গল STF-র..
STF On Birbhum: বীরভূমের নলহাটি থেকে জেএমবি জঙ্গি সন্দেহে ২ জনকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ

কলকাতা: সীমান্তে ভারত-পাক সংঘাতের মধ্যেই এরাজ্যে জঙ্গি সন্দেহে ধৃত ২। বীরভূমের নলহাটি থেকে জেএমবি জঙ্গি সন্দেহে ২ জনকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। ধৃতদের নাম আজমল হোসেন ও সাহেব আলি।
আরও পড়ুন, সীমান্তে লাগাতার উত্তেজনা, কড়া নিরাপত্তাবলয়ে মুড়ে ফেলা হল কলকাতা বিমানবন্দরকেও !
চোখের সামনে স্বামীকে বুলেটে ঝাঁঝরা হয়ে যেতে দেখেছেন তাঁরা। তাঁদের সিঁদুর মুছে যাওয়ার বদলা, অপারেশন সিঁদুর। পহেলগাঁও হামলার ১৫ দিনের মাথায় ভারতের প্রত্য়াঘাত। মিডনাইট স্ট্রাইক। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল সেনাবাহিনী। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস, পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধুলিসাৎ। গোটা দেশ তখন ঘুমের চাদরে আচ্ছন্ন। ঠিক সেই সময়, অতন্দ্র প্রহরী ভারতীয় সেনার অ্য়াকশন। স্থল সেনা, নৌ সেনা , বায়ু সেনা , তিন বাহিনীর জয়েন্ট অপারেশন।
পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার ভয়ঙ্কর প্রত্য়াঘাত! পাকিস্তানের ৪ জায়গায় ও পাক অধিকৃত কাশ্মীরের ৫ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল সেনাবাহিনী। পাকিস্তানের বাহাওয়ালপুরের ২টি জায়গা,মুরিদকে পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গার জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। জইশের চারটি ঘাঁটি, ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর।ভারতের আন্তর্জাতিক সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে মার্কাস সুভান আল্লা, যা জঙ্গিগোষ্ঠী জইশ-ই মহম্মদের সবথেকে বড় ঘাঁটি... তা পুরো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ধুলিসাৎ করে দেওয়া হয়েছে তেহরা কালানের সারজলে জইশ-এর সেন্টার পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে, জইশের ক্য়াম্প সেদনা বিলাল ও কোটলিতে জইশের প্রশিক্ষণ কেন্দ্র মার্কাজ আব্বাস ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। লস্কর-ই-তৈবার ৩টি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরের সাম্বার কাছে সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে, পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকে-তে লস্করের সেন্টার মার্কাজ তৈবা বারনালার লস্করের ঘাঁটি মার্কাজ আহলে হাদিথ এবং, পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে, শাওয়াই নালা ক্য়াম্প ধ্বংস করে দেওয়া হয়েছে।
উড়িয়ে দেওয়া হয়েছে,পাকিস্তানের শিয়ালকোটে হিজবুল মুজাহিদিনের ক্য়াম্প মেহমুনা জোয়া এবং পাক অধিকৃত কাশ্মীরের কোটলিতে হিজবুলের ক্য়াম্প, মাসকার রাহিল শাহিদ অত্য়াধুনিক রাফাল গুঁড়িয়ে দিয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি। অপারেশনে ব্য়বহার করা হয়েছে স্কাল্প মিসাইল। ১৩০০ কেজির এই মিসাইল ধ্বংস করে দিয়েছে জঙ্গিদের আস্তানা। ছ’টি জায়গার ২৪টি হামলার কথা স্বীকার করে নিয়েছে খোদ পাকিস্তান।
সফল ‘অপারেশন সিঁদুর’, বিবৃতি জারি করে প্রতিরক্ষামন্ত্রক। 'ভারত মাতা কী জয়',পোস্ট করেছেন রাজনাথ সিংহের। ভারত সরকারের তরফে বিবৃতি দিয়ে জানিয়েছে, অপারেশন সিঁদুরে অংশগ্রহণকারী ভারতীয় বায়ুসেনার সকল পাইলট সুরক্ষিত আছেন। অপারেশন সিঁদুরে অংশগ্রহণকারী ভারতীয় বায়ুসেনার সকল পাইলট সুরক্ষিত আছেন, বিবৃতি জারি করে বলল ভারত সরকার। বাসভবনে থেকেই গোটা অপারেশনে নজর রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারন্স নীতি গোটা বিশ্বের।






















