India Strikes in Pakistan: 'ভারত যুদ্ধ ডেকে এনেছে, আগ্রাসনের শিকার মহিলা ও শিশু', বলছে পাকিস্তান, পাল্টা হুমকি শেহবাজের
Operation Sindoor: ভারতেরপ স্ট্রাইকে তীব্র প্রতিক্রিয়া পাকিস্তানের।

নয়াদিল্লি: কিছু যে একটা ঘটতে চলেছে, তার আঁচ পাওয়া গিয়েছিল আগেই। সেই মতোই, গভীর রাতে পাকিস্তানে স্ট্রাইক ভারতের। 'Operation Sindoor' অভিযানের আওতায় সেখানকার মাটিতে মাথা তুলে দাঁড়ানো পর পর জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা। আর তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। তাদের দাবি, 'বিনা প্ররোচনা যুদ্ধ ডেকে এনেছে ভারত'। (India Strikes in Pakistan)
গভীর রাতে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানে স্ট্রাইক চালানোর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, "আজ গোটা দেশ পাকিস্তানি সেনার পাশে রয়েছে। গোটা জাতির মনোবল এবং চেতনা জেগে উঠেছে। পাকিস্তান দেশ এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনী শত্রুর মোকাবিলা করতে জানে। ভারত যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তাতে তীব্র প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে পাকিস্তানের। শত্রুপক্ষকে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে দেব না আমরা।" (Operation Sindoor)
এর পাশাপাশি, পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার বিবৃতি দেন। তিনি বলেন, 'বিনা প্ররোচনায় যুদ্ধ ডেকে এনেছে ভারত। নিজেদের আকাশসীমায় থেকেই ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক সীমান্তের মুরিদকে, বাহাওয়ালপুরে নিরীহ নাগরিকদের নিশানা করা হয়েছে। নিয়ন্ত্রণরেখা বরাবর কোটলি, মুজফ্ফরাবাদ, আজাদ জম্মু ও কাশ্মীরে নিশানা করা হয়েছে নিরীহ নাগরিকদের। ভারতের আগ্রাসনে নিরীহ নাগরিকরা শহিদ হয়েছেন, যার মধ্যে রয়েছেন মহিলা এবং শিশুও। এই আগ্রাসনে বাণিজ্যিক বিমান পরিবহণেও বিপদ দেখা দিয়েছে'।
In an unprovoked and blatant act of war, the Indian Air Force, while remaining within Indian airspace, has violated Pakistan's sovereignty using standoff weapons, targeting civilian population across international border in Muridke and Bahawalpur, and across Line of Control in… pic.twitter.com/8IUJj1G81v
— ANI (@ANI) May 6, 2025
বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারতের কাপুরুষোচিত আচরণের তীব্র নিন্দা করি আমরা, যা রাষ্ট্রপুঞ্জ ও আন্তর্জাতিক বিধিনিষেধ লঙ্ঘন করেছে, অন্তর্দেশীয় সম্পর্কের নীতি-নিয়মও লঙ্ঘন করেছে। পহেলগাঁওয় হামলার পর ভারতীয় নেতৃত্ব আবারও সন্ত্রাসজনিত আতঙ্ককে ব্যবহার করে নিজেদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরছে, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা লঙ্ঘন করছে। ভারতের বেপরোয়া আচরণ দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রকে গুরুতর সংঘাতের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।’
পাকিস্তান আরও বলে, 'এই পরিস্থিতি চলতে থাকলে পাকিস্তানেরও সময় ও স্থান বুঝে উপযুক্ত জবাব দেওয়ার অধিকার আছে। রাষ্ট্রপুঞ্জের ৫১ ধারায় আত্মরক্ষার অধিকার আইনে, আন্তর্জাতিক নিয়ম মেনে পাকিস্তানও জবাব দেবে। এই মুহূর্তে পাকিস্তান সরকার, সেনা এবং দেশের নাগরিক ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। নিজেদের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তান দৃঢ়প্রতিজ্ঞ'।






















