Gonda House Collapse: উত্তরপ্রদেশে সিলিন্ডার বিস্ফোরণে বাড়ি ধসে মৃত ৮, আহত আরও ৭
আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক
গোন্ডা(উত্তরপ্রদেশ): উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় গতকাল রাতে বাড়ি ধসে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত আরও বেশ কয়েকজন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের কারণে ওই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান।
স্থানীয় সূত্রে খবর, গোন্ডার ওয়াজিরগঞ্জ থানার টিকরি গ্রামে বিস্ফোরণে একটি বাড়ি ভেঙে পড়লে ১৫ জন নীচে চাপা পড়ে যান। তাঁদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে, ধ্বংসস্তূপের মধ্যে এক শিশুর আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলে রাতভর উদ্ধারকার্য চালিয়েছে উদ্ধারকারী দল। বিস্ফোরণের প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে গেছে ফরেন্সিক দল।
পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে ২ জন মহিলা, ২ জন পুরুষ ও ৪ শিশু রয়েছে। সংবাদসংস্থার খবর অনুযায়ী, এক স্থানীয় বাসিন্দার ঘরে আচমকা বিস্ফোরণ ঘটে। তার তীব্রতায় ওই ঘর ও তার লাগোয়া আরেক ব্যক্তির ঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
বিস্ফোরণের খবর পেতেই উদ্ধারকার্য শুরু করে পুলিশের উদ্ধারকারী টিম। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের বের করা হয়। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সুপার সন্তোষ কুমার মিশ্র বলেন, সিলিন্ডার বিস্ফোরণে ছাদ ভেঙে পড়ার খবর পেয়েই ছুটে আসে পুলিশ। পুলিশের সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয় মানুষও।
এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
পাশাপাশি, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশকে তদন্তের নির্দেশও দেন আদিত্যনাথ। শেষ খবর মেলা পর্যন্ত, ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল। দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলি পরীক্ষা করে বিস্ফোরণের আসল কারণ খুঁজে বের করার চেষ্টা হবে।
পুলিশ জানিয়েছে, মৃতদের তালিকায় রয়েছে -- নিসার আহমেদ, শামশাহ, শায়রুন্নিসা, রুবিনা বানো, মহম্মদ শোয়েব, মেহরাজ, নুরী সাবা।
আহতদের তালিকায় রয়েছেন- নুরুল হাসান, ইরশাদ আহমেদ, নিজাম, রেহান আহমেদ, আলিশা, মহম্মদ জৈদ, গুলনাজ বানো।