Russia-Ukraine War:ডিফেন্স এক্সপো-র পর এবার ‘বায়ুশক্তি’ মহড়া স্থগিত রাখল বায়ুসেনা
Russia-Ukraine War:যুদ্ধজনিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় বায়ুসেনা আগামী সোমবারে নির্ধারিত নিজেদের মেগা এক্সারসাইজ বায়ুশক্তি স্থগিত রাখল ভারতীয় বায়ুসেনা।
Russia-Ukraine War: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ দশম দিনে পড়েছে। এরইমধ্যে আজ সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। ভারতীয় সময় সকাল সাড়ে ১১টায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।ইউক্রেন থেকে সাধারণ নাগরিকদের নিরাপদে বেরোনোর সময় দিল রাশিয়া। মারিউপোল এবং ভলনোভাখা শহর দিয়ে মানব করিডোর তৈরি করে আটকে পড়া সাধারণ মানুষকে বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। এই যুদ্ধবিরতি নিতান্তই সাময়িক বলেই মনে করা হচ্ছে। রুশ-ইউক্রেন এই যুদ্ধের প্রভাব ভারতের ওপরও পড়েছে। যুদ্ধজনিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় বায়ুসেনা আগামী সোমবারে নির্ধারিত নিজেদের মেগা এক্সারসাইজ বায়ুশক্তি (Vayu Shakti Exercise) স্থগিত রাখল ভারতীয় বায়ুসেনা। উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনার শক্তিপ্রদর্শনের এই মহড়া দেখার জন্য উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও।
ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে বায়ুশক্তি মহড়া স্থগিত রাখার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, এই মহড়ার জন্য প্রস্তুতি ছিল চূড়ান্ত পর্যায়ে। অবশেষে এই মহড়া স্থগিত রাখা হল। এর আগে প্রতিরক্ষামন্ত্রক আগামী সপ্তাহে নির্ধারিত গাঁধীনগরে ডিফেন্স এক্সপো (১০ থেকে ১৪ মার্চ)-ও স্থগিত রাখার কথা জানিয়েছিল।
উল্লেখ্য, প্রতি দুই বছরে একবার আয়োজিত হয় বায়ুশক্তি মহড়া। আগামী ৭ মার্চ এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই মহড়ায় ভারতীয় বায়ুসেনার সমস্ত যুদ্ধবিমান, হেলিপক্টার ও অন্যান্য এয়ার ক্র্যাফ্ট এবং কিছু এয়ার ডিফেন্স সিস্টেম সহ পুরোদস্তুর অপারেশেন সক্ষমতা সংক্রান্ত প্রস্তুতি তুলে ধরা হয়। রাজস্থানের পোখরানে এই মহড়া হওয়ার কথা ছিল। প্রধান অতিথি হিসেবে হাজির থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
এর আগে ডিফেন্স এক্সপো স্থগিতের কথা জানানো হয়েছিল যে, প্রদর্শনীতে অংশগ্রহণকারী কোম্পানিগুলির সাজসরঞ্জাম সংক্রান্ত অসুবিধার পরিপ্রেক্ষিতে গাঁধীনগরে আসন্ন ডিফেন্স এক্সপো স্থগিত করে দেওয়া হয়েছে। আগামী দিনে এই প্রদর্শনীর সময়সূচি ঘোষণা করা হবে। সূত্রের খবর, ডিফেন্স এক্সপো-তে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় হাজার খানেক কোম্পানির যোগদান করার কথা ছিল। এরমধ্যে ১০০ টি বিদেশি কোম্পানি।