![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Cyclone Tauktae in Mumbai: ঘূর্ণিঝড় তওতে-র ঝড়বৃষ্টিতে প্লাবিত দফতর, ব্লগে জানালেন অমিতাভ
আরব সাগরের এই ঘূর্ণিঝড় সোমবার মুম্বইয়ে দাপট দেখায়
![Cyclone Tauktae in Mumbai: ঘূর্ণিঝড় তওতে-র ঝড়বৃষ্টিতে প্লাবিত দফতর, ব্লগে জানালেন অমিতাভ Amitabh Bachchan's office in Janak flooded after cyclone Tauktae hits Mumbai Cyclone Tauktae in Mumbai: ঘূর্ণিঝড় তওতে-র ঝড়বৃষ্টিতে প্লাবিত দফতর, ব্লগে জানালেন অমিতাভ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/11/32757abbc96eb7da575e8074845bb42a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ঘূর্ণিঝড় তওতে-র বয়ে আনা প্রবল বৃষ্টিতে প্লাবিত অমিতাভ বচ্চনের দফতর। মঙ্গলবার, ব্লগে এই কথা জানান বর্ষীয়ান অভিনেতা।
মুম্বইয়ে জনক বিল্ডিংয়ে রয়েছে অমিতাভ বচ্চনের দফতর। সোমবার রাতে ঘূর্ণিঝড় তওতে-র ধাক্কায় মুম্বই সহ মহারাষ্ট্রে একাধিক জায়গায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
নিজের ব্লগে অমিতাভ লেখেন, সাইক্লোনের মাঝে এক অদ্ভূত নিঃস্তব্ধতা রয়েছে। সারা দিন ধরে ঝড় ও বৃষ্টির দাপট অব্যাহত। গাছ পড়েছে, চারদিকে ফুটো-ফাটা। জনকের দফতর জদলে ভরে গেছে। বর্ষাকালের কথা মাথায় রেখে প্লাস্টিকের কভার দেওয়া হয়েছিল। সেগুলি ছিঁড়ে বেরিয়ে গেছে। শেডগুলি উড়ে গেছে। তবে, লড়াইয়ের মানসিকতা অটূট।
কর্মীদের প্রসঙ্গেও কথা বলেন বিগ বি। ব্লগে লেখেন, সকলে মিলে একসঙ্গে হাত লাগিয়েছে। সবাই মিলে আপৎকালীন ভিত্তিতে মেরামত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে। পুরো ভিজে গিয়েছে, তাও ওরা কাজ করছে।
কর্মীদের দুর্দান্ত বলে উল্লেখ করে অভিনেতা জানান, তিনি তাঁদের অভিষেক বচ্চনের পিঙ্ক প্যান্থার টিমের টি-শার্ট দিয়েছেন। বলেন, এই পরিস্থিতেও ওরা দুর্দান্ত। পোশাক সিক্ত, তাও থামেনি। আমি ওঁদের পোশাক দিলাম। এখন তাঁরা সকলে চেলসি ও জয়পুর পিঙ্ক প্যান্থার্সের সমর্থক।
আজ ভোররাতে গুজরাতে আছড়ে পড়েছে তওতে। এর আগে, আরব সাগরের এই ঘূর্ণিঝড় মুম্বইয়ে দাপট দেখায়। শহরের বেশ কিছু জায়গায় ভারী বর্ষণে জল জমে যায়।
গাছ ও খুঁটি উপড়ে পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। মহারাষ্ট্রের আধিকারিকরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় সংক্রান্ত ভিন্ন ভিন্ন ঘটনায় রাজ্যের কোঙ্কন অঞ্চলে ৬ জনের মৃত্যু হয়েছে।
দুটি নৌকা সমুদ্রে ডুবে যাওয়ায় তিন নাবিক নিখোঁজ হয়েছেন । রায়গড় জোলায় তিনজনের মৃত্যু হয়েছে। এক নাবিকের মৃত্যু হয়েছে সিন্ধুদুর্গ জেলায়। ঠাণে জেলার নবি মুম্বই ও উল্লাসনগরে গাছ পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
গুজরাতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। সবমিলিয়ে ঝড়ের দাপচে ১৭ জনের মৃত্যু হয়েছে। গোয়াতে ২, কেরলে ২,কর্ণাটকে ৪, মহারাষ্ট্রে ৬ ও গুজরাতে তিন জনের মৃত্যু হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)