Arunachal Pradesh News: অরুণাচলে চিন সীমান্তে কাজে গিয়ে নিখোঁজ ১৮ জন শ্রমিক, এক সপ্তাহ পর দেহ উদ্ধার একজনের
Indo-China Border: স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এক সপ্তাহ নিখোঁজ হয়ে যান ১৯ জন শ্রমিক। সম্প্রতি তাঁদের মধ্যে একজনের দেহ নদী থেক উদ্ধার করা গিয়েছে।
নয়াদিল্লি: সীমান্ত সড়ক প্রকল্পের কাজে গিয়েছিলেন। কিন্তু অরুণাচল প্রদেশে নিখোঁজ হয়ে গেলেন একদল শ্রমিক। তাঁদের মধ্যে একজনের দেহ উদ্ধার করা গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত খোঁজ নেই বাকি ১৮ জনের। প্রায় এক সপ্তাহ আগে তাঁরা নিখোঁজ হয়ে যান বলে খবর। বিষয়টি সামনে আসতেই উদ্বেগ তৈরি হয়েছে। চিন সীমান্তে নদীর জলে ডুবে তাঁদের মৃত্যু হয়েছে নাকি অন্য কোনও কারণ রয়েছে নেপথ্যে, জানার চেষ্টা চলছে।
অরুণাচল সীমান্তে কাজে গিয়ে নিখোঁজ ১৮ জন শ্রমিক
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এক সপ্তাহ নিখোঁজ হয়ে যান ১৯ জন শ্রমিক। সম্প্রতি তাঁদের মধ্যে একজনের দেহ নদী থেক উদ্ধার করা গিয়েছে। সীমান্ত সড়ক সংগঠন (Border Roads Organistion)-এর প্রকল্পের আওতায় ইন্দো-চিন সীমান্তের প্রত্যন্ত ড্যাম সার্কলে এলাকায় রাস্তা এবং পরিকাঠামো নির্মাণে অরুণাচলে গিয়েছিলেন ওই ১৯ জন।
আরও পড়ুন: PIB Fact Check: বাড়িতে কল খুললেই সুরাধারা! ‘চিল গাইজ’, ‘জনমোহিনী’ প্রকল্পের সত্যতা জানাল কেন্দ্র
অরুণাচল প্রদেশের কুরুং কুমে জেলার দামিন এলাকায় কুমে নদী সংলগ্ন এলাকায় বাঁধ তৈরির কাজ চলছিল। ডেপুটি কমিশনার বেনজিয়া নিঘি জানিয়েছেন, বেনজিয়া বাদো নামের এক ঠিকাদারের অধীনে কাজ করছিলেন ওই শ্রমিকের দল। ইদের ছুটি চেয়ে ঠিকাদারের কাছে আবেদন জানিয়েছিলেন তাঁরা। কিন্তু অনুমোদন মেলেনি। তাতে পায়ে হেঁটে, ঘন জঙ্গল পেরিয়ে তাঁরা পালাতে উদ্যত হন বলে খবর। তার পর থেকেই তাঁদের খোঁজ মেলেনি।
এক সপ্তাহ আগে নিখোঁজ, খবর প্রকাশ পায় সম্প্রতি
এক সপ্তাহ আগে ওই শ্রমিকের দল নিখোঁজ হয়ে যাওয়ার পর আশেপাশের এলাকায় দ্রুত খবর ছড়িয়ে পড়ে। কিন্তু বিষয়টি সর্মসম্মুখে এল এতদিন পর। তাঁরা কুমে নদীতে তলিয়ে গিয়েছেন বলে আপাতত অনুমান করা হচ্ছে। নিখোঁজ শ্রমিকদের জন্য ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠার তোড়জোড় শুরু হয়েছে বলে জানা গিয়েছে।