Himanta Biswa Sarma: ৬০০ টাকার PPE কিট ৯০০ টাকায়! স্ত্রীর সংস্থাকে চড়া দামে বরাত পাইয়ে দেওয়ায় অভিযুক্ত হিমন্ত
Alleged Assam PPE Kits Scam: সম্প্রতি অসমে পিপিই কিটে অনিয়মের খবর সামনে আসে। তা নিয়ে হিমন্ত সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে শুরু করেছে আম আদমি পার্টি।
গুয়াহাটি: করোনা কালে পিপিই কিটের বরাত দেওয়ায় দুর্নীতির অভিযোগ। কাঠগড়ায় বিজেপি (BJP) শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। অভিযোগ, অসম সরকারের (Assam Government) তরফে যে সংস্থাকে পিপিই কিটের (PPE Kits) বরাত দেওয়া হয়, হিমন্তর স্ত্রী রিঙ্কি ভুয়াঁ শর্মার (Riniki Bhuyan Sharma) তার সঙ্গে যুক্ত। বাজারের চেয়ে বেশি দামে ওই সংস্থার কাছ থেকে পিপিই কিট কেনা হয় বলে অভিযোগ।
করোনাকালে পিপিই কিট কিনতে দুর্নীতি!
সম্প্রতি অসমে পিপিই কিটে অনিয়মের খবর সামনে আসে। তা নিয়ে হিমন্ত সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে শুরু করেছে আম আদমি পার্টি (Aam Aadmi Party/AAP)। শনিবার দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া জানান, এই তো সবে শুরু, আগামী দিনে আরও তথ্য ফাঁস করা হবে। সম্প্রতি আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার হন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তার পরই হিমন্ত সরকারের বিরুদ্ধে সরব হল আপ।
শনিবার সাংবাদিক বৈঠকে সিসৌদিয়া বলেন, "স্ত্রীর সংস্থাকে পিপিই কিটের বরাত পাইয়ে দেন হিমন্ত বিশ্ব শর্মা। প্রতি পিপিই কিট বাবদ হিমন্তর স্ত্রীর সংস্থাকে ৯০০ টাকা করে দেওয়া হয়। কিন্তু ওই একই দিনে অন্য সংস্থার থেকে কেনার সময় পিপিই কিট পিছু দেওয়া হয় ৬০০ টাকা, যা ভয়ঙ্কর অপরাধ।" সিসৌদিয়ার প্রশ্ন, "নিজের নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ করবে বিজেপি? নাকি ভুয়ো মামলা তৈরি করে শুধু আমাদেরই হেনস্থা করে যাবে?"
আরও পড়ুন: LIC Policy: গ্রুপ রাইডার্স দুর্ঘটনা বিমা আনল LIC, কী কী সুবিধা রয়েছে জানেন ?
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম হিমন্ত সরকারের বিরুদ্ধে পিপিই কিট নিয়ে অনিয়মের অভিযোগ তোলে। হিমন্ত যদিও অভিযোগ অস্বীকার করেন। অভিযোগ অস্বীকার করেন তাঁর স্ত্রী রিঙ্কিও। ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরাছ। এমনকি সিসৌদিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন হিমন্ত।
RTI জবাব হাতে পাওয়ার পরই বিতর্ক
তথ্য জানার অধিকার আইনে সম্প্রতি অসম সরকারের পিপিই কিট বরাত দেওয়া নিয়ে তথ্য চাওয়া হয়। তাতে জানা যায়, মোটি তিনটি সংস্থার কাছ থেকে কোভিড কালে জরুরি চিকিৎসা সরঞ্জাম কেনে হিমন্ত সরকার। কিন্তু ওই তিন সংস্থার নাম চোখে পড়তেই বিতর্ক শুরু হয়। কারণ হিমন্তর স্ত্রী-র মালিকানাধীন একটি সংস্থা এবং হিমন্তর বন্ধু তথা পারিবারিক ব্যবসায়িক সহযোগীর মালিকানাধীন একটি সংস্থার নাম দেখা যায়। যে সময় পিপিই কিটগুলির বরাত দেওয়া হয়, সেই সময় অসমের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন হিমন্ত।