(Source: ECI/ABP News/ABP Majha)
Azeem Mansuri : পাত্রী রাজি, বাগদান হল ২.৫ ফুট উচ্চতার পাত্রের
উচ্চতার বাধা কাটল। অবশেষে ভালোবাসার খোঁজ পেলেন আজিম মানসুরি। পাত্রী প্রথম বর্ষের বি.কম অনার্সের ছাত্রী বুসারা। বাগদান হয়ে গেল তাঁদের।
নয়াদিল্লি: উচ্চতার বাধা কাটল। অবশেষে ভালোবাসার খোঁজ পেলেন আজিম মানসুরি। পাত্রী প্রথম বর্ষের বি.কম অনার্সের ছাত্রী বুসারা। বাগদান হয়ে গেল তাঁদের।
উত্তরপ্রদেশের কাইরানার বাসিন্দা আজিম মানসুরি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিয়ের জন্য প্রস্তাব পান তিনি। তারপরেই খুশিতে 'কামসিন জওয়ানি' পা মেলান তিনি। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ভিডিওই। যদিও এখনও পাকা হয়নি আজিমের সম্বন্ধ। কিন্তু সোশ্যল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে তাঁর এই নাচ।
সূত্রের খবর, এই আজিম মানসুরি পেশায় ব্যবসায়ী। প্রসাধনী দ্রব্য ও গয়নার একটি দোকান রয়েছে তাঁর। কিন্তু কিছুতেই নিজের পছন্দ মত পাত্রী খুঁজে পাচ্ছিলেন না তিনি। যথেষ্ট পরিমাণে অর্থ রোজগার করা সত্ত্বেও কেবলমাত্র উচ্চতার জন্যই বাধা আসছিল বিয়েতে। অবশেষে আজিম মানসুরি দ্বারস্থ হন পুলিশের কাছে। তার পরে শুধু উত্তরপ্রদেশ নয়। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসছে তাঁর কাছে।
কেবল পুলিশ নয়, উত্তরপ্রদেশের বাসিন্দা আজিম নাকি যোগী আদিত্যনাথের কাছেও আর্জি জানিয়েছিলেন তাঁর বিয়ের জন্য পাত্রী খুঁজে দেওয়ার। এরপরেই আজিমের কাছে প্রচুর প্রস্তাব এসেছে বিয়ের।
আজ প্রথম বর্ষের বি.কম অনার্সের ছাত্রী বুসারার সঙ্গে বাগদান হয়ে গেল তাঁর। বুসারার উচ্চতা ৩ ফুট। বুসারার বড় বোন জোয়া জানিয়েছেন, এতদিনে বুসারা তাঁর যোগ্য ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছে। পড়াশোনা শেষ করেই আজিম মানসুরিকে বিয়ে করার ইচ্ছা রয়েছে বুসারার।
এবিপি নিউজকে বুসারা জানিয়েছেন, 'আমি আজিম মানসুরির সঙ্গে দেখা করেছি। আমাদের বাগদান হয়ে গিয়েছে। এই বিষয়ে আমার বড় বোন জোয়া আমায় ভীষণ সাহায্য করেছে। আমি বি.কম অনার্স নিয়ে পড়ছি। কলেজে এটা আমার প্রথম বছর। আমার বিয়ের এখনও এক বছর দেরি আছে। আমরা আমার দিদি জোয়ার জন্যও পাত্রের খোঁজ করছি। ওর জন্য পাত্র পেলেই আমরা বিয়ে করে নেব। তারপর সবাই একসঙ্গে সুখে শান্তিতে থাকতে চাই।'
ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন আজিম। তাঁর বাগদানের খবরে খুশি নেটদুনিয়াও।