Bank Holidays: কাল থেকে টানা চার দিন ব্যাঙ্ক বন্ধ দেশের এই শহরগুলিতে
এপ্রিল মাসে বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকার কথা ৷
কলকাতা: ব্যাঙ্কের কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে তা আজ, সোমবারের মধ্যে মিটিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে ৷ কারণ এপ্রিল মাসে বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকার কথা ৷ যার মধ্যে আগামিকাল, মঙ্গলবার থেকেই পরপর চার দিন দেশের বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
ব্যাঙ্ক সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে এই খবরটা জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ ব্যাঙ্কের ছুটির লিস্টটা অবশ্যই দেখে নিন ৷
১৩ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ
গুডি পাড়ওয়া/তেলেগু নববর্ষ দিন/ উগাড়ি উৎসব/সাজিবু নোংমাপানবা (চিরাওবা)/প্রথম নবরাত্র/বৈশাখি
১৪ এপ্রিল
ডাঃ বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী/ তামিল নববর্ষ দিন/ বিশু/ বীজু উৎসব/ চিরাওবা/ বোহাগ বিহু
১৫ এপ্রিল
হিমাচল দিবস/ বাংলা নববর্ষ/ বোহাগ বিহু/সারহুল
ব্যাঙ্ক বন্ধ থাকবে আগরতলা, গুয়াহাটি, কলকাতা, রাঁচি এবং সিমলায়
১৬ এপ্রিল
বোহাগ বিহু- গুয়াহাটিতে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ এ ছাড়াও ব্যাঙ্ক বন্ধ থাকবে ২১ এপ্রিল রামনবমী এবং ২৪ এপ্রিল, মাসের দ্বিতীয় শনিবারে ৷