Bappi Lahiri's Post On Lata's Death : এই তো সেদিন, লতা মঙ্গেশকর চলে যাওয়ার পর লিখেছিলেন...
Bappi Lahiri's Post On Lata's Death : শিল্পীর মৃত্যুর পর নতুন করে শেয়ার হচ্ছে এই পোস্ট। বাপি লাহিড়ি লতার মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছিলেন, ' মা !'
![Bappi Lahiri's Post On Lata's Death : এই তো সেদিন, লতা মঙ্গেশকর চলে যাওয়ার পর লিখেছিলেন... Bappi Lahiri's Post On Lata's Death Bappi Lahiri's Childhood Pic With Lata Mangeshkar Goes Viral Bappi Lahiri's Post On Lata's Death : এই তো সেদিন, লতা মঙ্গেশকর চলে যাওয়ার পর লিখেছিলেন...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/16/3dfcc2da9adf33c18b38bb5c68a0805f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: মাত্র কয়েকদিনের ফারাক । একের পর এক নক্ষত্রপতন সঙ্গীত জগতে। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, আর আজ বাপি লাহিড়ি। সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোকস্তবদ্ধ অনুরাগীমহল। এই সময় ভাইরাল হয়েছে নতা মঙ্গেশকরের প্রয়াণের পর তাঁর সোশ্যাল পোস্ট।
শিল্পীর মৃত্যুর পর নতুন করে শেয়ার হচ্ছে এই পোস্ট। বাপি লাহিড়ি 'লতা দিদি'র মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছিলেন, ' মা !' এখন অনুরাগীরা দুই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে শেয়ার করছেন ছবিগুলি।
View this post on Instagram
গত ৬ ফেব্রুয়ারি, স্তব্ধ হয়ে যায় কোকিল-কণ্ঠ। সরস্বতী বিসর্জনের দিনই সুরলোকে পাড়ি দেন সুর-সম্রাজ্ঞী। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হন লতা মঙ্গেশকর। বয়স হয়েছিল ৯২ বছর। করোনা আক্রান্ত হওয়ায় গত ৮ জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়াতেও আক্রান্ত হন নবতিপর শিল্পী। তারপর অন্য সুরলোকে যাত্রা করেন তিনি। আর ১৫ ফেব্রুয়ারি, রাত পৌনে ১২টা নাগাদ জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালে জীবনাবসান। গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপি লাহিড়ি। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। গত একমাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বাপি ছিলেন। সোমবার ছেড়ে দেওয়া হয়। গতকাল অবস্থার অবনতি হওয়ায় ফের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় মৃত্যু, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)