CBSE 10th Result 2021: বেলা ১২টায় CBSE দশমের ফল প্রকাশ, কীভাবে দেখবেন রেজাল্ট?
মঙ্গলবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে জানান হয় যে আজ বেলা ১২টায় সিবিএসই-এর ক্লাস টেনের ফলাফল প্রকাশিত হবে।
CBSE 10th Result 2021: অবশেষে প্রতীক্ষার অবসান। দীর্ঘসময় ধরেই অধীর আগ্রহহে অপেক্ষা করছিলেন পড়ুয়ারা। মঙ্গলবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে জানান হয় যে আজ বেলা ১২টায় সিবিএসই-এর ক্লাস টেনের ফলাফল প্রকাশিত হবে। শিক্ষার্থী এবং অভিভাবকদের CBSE (CBSEHQ)- এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
গত বছর থেকেই করোনা সংক্রমণের কারণে বন্ধ স্কুল। বেশিরভাগ জায়গাতেই অনলাইনে ক্লাস হচ্ছে। এবার করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বেশিরভাগ রাজ্য এবং কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষা বাতিল করা হয়েছে। অতিমারির জেরে সিবিএসই বোর্ড এই বছর সমস্ত পরীক্ষা বাতিল করেছে এবং অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করেছে।
কীভাবে রোল নম্বর ফাইন্ডার অ্যাকসেস করা যাবে
- সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- স্ক্রোল করে পেজের নিচে নামুন। 'Roll Number Finder' লেখা অংশের ওপরে ক্লিক করুন।
- এর পর একটা নতুন পেজ খুলবে। এরপর সেটায় 'Continue লেখায় ক্লিক করুন।
- পরীক্ষার্থীরা নিজেদের শ্রেণি বাছুন।
- এর পর নিজের নাম, বাবার নামসহ প্রয়োজনীয় তথ্য দিন।
- এর পর দশমের রোল নম্বর জানতে সার্চ করুন।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-তে ফল প্রকাশিত হবে। এছাড়াও cbseresults.nic.in এবং results.gov.in থেকে ফল দেখতে পাবেন পড়ুয়ারা। সিবিএসই-র সরকারি ওয়েবসাইট ছাড়াও umang.gov.in, DigiLocker app এবং DigiResults এও ফলাফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে সিবিএসই১০ টাইপ করে রোল নম্বর, স্কুল, সেন্টার উল্লেখ করে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
গত সপ্তাহেই চলতি বছরের সিবিএসই দ্বাদশের ফল প্রকাশিত হয়েছে। সেখানে ৯৯.৩৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ। ছাত্রীদের ফল ছাত্রদের তুলনায় ভাল। ৯৯.৬৭ শতাংশ ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ। ৯৯.১৩ শতাংশ ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ।
২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী সিবিএসই দশমের ফলের অপেক্ষায়। এর আগে সিবিএসই-র পরীক্ষা বিষয়ক আধিকারিক শন্যম ভরদ্বাজ জানিয়েছেন, দশম শ্রেণির ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে পারে। সেই দিন কিছুটা পিছিয়ে ৩ অগাস্ট প্রকাশিত হচ্ছে এই রেজাল্ট।