MGNREGA Wage Hike: ১০০ দিনের কাজে পাবেন আরও বেশি টাকা, কোন রাজ্য মজুরি দিচ্ছে বেশি ?
Labour Wages: দিন মজুরদের জন্য ভাল খবর। এবার থেকে মনরেগা (MGNREGA Wage Hike) প্রকল্পে ১০০ দিনের কাজে আরও বেশি টাকা মজুরি পাবেন শ্রমিকরা।
Labour Wages: দিন মজুরদের জন্য ভাল খবর। এবার থেকে মনরেগা (MGNREGA Wage Hike) প্রকল্পে ১০০ দিনের কাজে আরও বেশি টাকা মজুরি পাবেন শ্রমিকরা। যদিও রাজ্য বিশেষে এই দৈনিক মজুরির হার বৃদ্ধি হয়েছে। জেনে নিন, আপনার রাজ্যে মজুরি বাবদ কত টাকা পাবেন।
MGNREGA Wage Hike: আগামী মাস থেকে কার্যকর
গ্রামীণ উন্নয়ন মন্ত্রক গত ২৪ মার্চ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, ২০০৫-এর অধীনে মজুরির হার পরিবর্তনের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে৷ বর্তমানে MNREGA-র বর্ধিত হারগুলি পরবর্তী আর্থিক বছরের জন্য অর্থাৎ ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয়েছে৷ যার অর্থ , MNREGA প্রকল্পের অধীনে গ্রামীণ শ্রমিকরা ১ এপ্রিল ২০২৩ থেকে আরও বেশি টাকা পাবে।
Labour Wages: এই রাজ্যে সর্বোচ্চ মজুরির হার
MNREGA হারে পরিবর্তনের পরে হরিয়ানায় এখন সর্বোচ্চ দৈনিক মজুরি ৩৫৭ টাকা। যেখানে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ প্রতিদিন ২২১ টাকা সর্ব নিম্ন মজুরি দেওয়া হবে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ২০০৫-এর ধারা ৬(১) এর অধীনে প্রকল্পের মজুরির হার পরিবর্তন করার অধিকার কেন্দ্রীয় সরকারের রয়েছে।
MGNREGA Wage Hike: এখানে সর্বোচ্চ মজুরি বৃদ্ধি
পরের মাস থেকে রাজ্য অনুসারে MNREGA হার ০৭ টাকা থেকে ২৬ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে৷ পুরানো হার ও নতুন হারের তুলনা করে রাজস্থান সর্বাধিক ১০.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রাজস্থানে MNREGA-র বর্তমান হার প্রতিদিন ২৩১ টাকা যা এখন এপ্রিল ১ থেকে বেড়ে ২৫৫ টাকা হবে।
এই রাজ্যগুলিতে সর্বনিম্ন বৃদ্ধি
একইভাবে, বিহার ও ঝাড়খণ্ডে, হার প্রায় ৮ শতাংশ বেড়েছে। উভয় রাজ্যেই MNREGA-এর দৈনিক মজুরি ২১০ টাকা যা বাড়িয়ে ২২৮ টাকা করা হয়েছে। ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের জন্য MNREGA হার ৮ শতাংশের কিছু বেশি বেড়েছে। আগে এই দুই রাজ্যে দৈনিক মজুরি ছিল ২০৪ টাকা, যা ১৭ টাকা বেড়ে ২২১ টাকা হয়েছে। শতাংশের দিক থেকে কর্ণাটক, গোয়া, মেঘালয় ও মণিপুরে সবচেয়ে কম প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে মজুরি।
মনরেগার উদ্দেশ্য
কেন্দ্রীয় সরকার গ্রামীণ এলাকার মানুষের কর্মসংস্থানের নিশ্চিত করতে ২০০৬ সালে এই প্রকল্পটি শুরু করেছিল। এই প্রকল্পের উদ্দেশ্য হল গ্রামীণ এলাকায় অদক্ষ শ্রমিকদের একটি আর্থিক বছরে কমপক্ষে ১০০ দিনের কাজের গ্যারান্টি দেওয়া, যাতে এর থেকে আয় দরিদ্র গ্রামীণ পরিবারের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের এই প্রকল্পটি বহু আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন : New Rules From 1st April: এপ্রিল থেকে বদলে যাবে এই ১০ আর্থিক নিয়ম, টান পড়বে পকেটে