Covid-19 Update : করোনায় মৃত ৩৫ সাংবাদিকের পরিবারকে আর্থিক সাহায্যের অনুমোদন কেন্দ্রের
Centre approves Help : তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব তথা অপূর্ব চন্দ্র নেতৃত্বাধীন জার্নালিস্ট ওয়েলফেয়ার স্কিম কমিটির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার
নয়া দিল্লি : করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও কয়েকটি পেশার মতো সামনের সারিতে থেকেছেন সাংবাদিকরাও। প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেট জুগিয়েছেন। আর এই পর্বে অনেকেই সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন। এইসব সাংবাদিকের অকালপ্রয়াণে সমস্যায় পড়েছে তাঁদের পরিবার। এই পরিস্থিতিতে জার্নালিস্ট ওয়েলফেয়ার স্কিম কমিটির প্রস্তাব মেনে করোনায় মৃত সাংবাদিকদের পরিবারের সাহায্যে এগিয়ে এল কেন্দ্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব তথা অপূর্ব চন্দ্র (Apurva Chandra) নেতৃত্বাধীন জার্নালিস্ট ওয়েলফেয়ার স্কিম কমিটির (Journalist Welfare Scheme Committee) প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। মৃত ৩৫ সাংবাদিকের পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে।
জার্নালিস্ট ওয়েলফেয়ার স্কিম কমিটির উদ্যোগ-
জার্নালিস্ট ওয়েলফেয়ার স্কিম কমিটি আরও দুই সাংবাদিককে সাহায্যের সুপারিশ করেছে। এই দুই সাংবাদিক পার্মানেন্ট ডিজেবিলিটির সমস্যায় ভুগছেন। এছাড়া গুরুতর অসুস্থতায় ভোগা পাঁচ সাংবাদিকের চিকিৎসার সাহায্যেরও সুপারিশ করা হয়েছে। বৈঠকে কমিটির তরফে মোট ১.৮১ কোটি টাকা সাহায্যের অনুমোদন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই স্কিমে করোনায় মৃত ১২৩ জন সাংবাদিকের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। সাম্প্রতিক অনুমোদন নিয়ে যে সংখ্যটা গিয়ে দাঁড়াচ্ছে ১৩৯।
আরও পড়ুন ; চিন্তা বাড়াচ্ছে কোভিড-গ্রাফ, অ্যাক্টিভ কেস পেরোল ১ লক্ষ
এদিকে দেশে ক্রমশ চোখ রাঙাচ্ছে কোভিড পরিস্থিতি। মাসখানেক আগেও যা ছবি ছিল তার থেকে অনেকটাই বেশি উদ্বেগ তৈরি করছে এখনকার কোভিড পরিস্থিতি। যদিও গতকাল সামান্য কিছুটা কমে দেশের দৈনিক করোনা সংক্রমণ। কিন্তু সংক্রমণ-গ্রাফের কারণেই রয়ে গিয়েছে চিন্তা। টানা নতুন সংক্রমণের জন্য শুক্রবারের বুলেটিন অনুযায়ী দেশে অ্যাক্টিভ কেস পেরিয়ে গিয়েছে এক লক্ষ।
এদিকে ৭-১১ বছর বয়সিদের জন্য সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভোভ্যাক্সের নিয়ন্ত্রিত আপৎকালীন প্রয়োগে মঙ্গলবারই ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই। একই সঙ্গে আঠারো ঊর্ধ্বদের ক্ষেত্রে ভারতে তৈরি প্রথম এমআরএনএ টিকার নিয়ন্ত্রিত আপৎকালীন ব্যবহারেও ছাড়পত্র দেওয়া হয়।