এক্সপ্লোর
Rafale Fighter Jet: ভারতের যুদ্ধবিমানকে কটাক্ষ বাংলাদেশের, ভারতীয় বায়ুসেনার গর্ব রাফালের বিশেষত্ব কী?
India vs Bangladesh: বাংলাদেশে ভারত-বিদ্বেষের বিষবায়ু। দেশের রাজনৈতিক পালাবদলের পর থেকেই ভারতকে নিশানা করে চলছে হুমকি হুঁশিয়ারি।

ভারতীয় বায়ুসেনার অন্যতম শক্তি রাফাল বিমান। - পিটিআই
1/10

বাংলাদেশে ভারত-বিদ্বেষের বিষবায়ু। দেশের রাজনৈতিক পালাবদলের পর থেকেই ভারতকে নিশানা করে চলছে হুমকি হুঁশিয়ারি।
2/10

বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের কেউ হুঁশিয়ারি দিচ্ছেন ৪ দিনে কলকাতা দখলের, তো কেউ ভারতকে একঘরে করে রাখার হুঙ্কার দিচ্ছেন। এমনকী, আমেরিকা দখলের হুঁশিয়ারিও দেওয়া চলছে।
3/10

আর সেই আবহেই ফের বাংলাদেশের হাস্যকর আস্ফালন। আবার বিএনপি নেতার গলায় যুদ্ধ জিগির। রাফাল বিমান নিয়ে হাস্যকর চ্যালেঞ্জ বিএনপি নেতার।
4/10

দিল্লিকে হুঁশিয়ারি বিএনপি নেতার। ভারতীয় অভিনেত্রীদেরও কটাক্ষ করেছেন বিএনপি নেতা। বাংলাদেশীরা লুঙ্গি গোটালে রাফালও ধোপে টিকবে না, বিদ্রুপ ওই নেতার। আর সেই আবহেই ফের চর্চায় ভারতীয় বায়ুসেনার অন্যতম প্রধান শক্তি রাফাল যুদ্ধবিমান। কী এর বিশেষত্ব? কেনই বা শত্রুরা এত সমীহ করে রাফালকে?
5/10

ভারতীয় বায়ুসেনার হাতে আছে ফ্রান্সে তৈরি রাফাল যুদ্ধবিমান। যার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২ হাজার ১৩০ কিলোমিটার।
6/10

রাফালে রয়েছে ২টি ইঞ্জিন। ফলে দুর্ঘটনার সম্ভাবনা অনেক কম এবং জ্বালানিও কম লাগে।
7/10

অনেক উঁচু থেকে আঘাত হানতে সক্ষম রাফাল। মাটির কাছাকাছি পৌঁছেও শত্রুঘাঁটি ধ্বংস করতে একইভাবে পারদর্শী এই যুদ্ধবিমান।
8/10

হামলার আগে প্রতিপক্ষের আকাশসীমায় ঢুকে শত্রুঘাঁটির ছবিও তুলে আনতে সক্ষম রাফাল।
9/10

এই সব বিশেষত্বের জন্য ফ্রান্সের দাসো সংস্থার তৈরি এই যুদ্ধবিমানকে মাল্টিরোল ফাইটার জেট বলা হয়।
10/10

ইরাক ও সিরিয়ায় IS জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে এই রাফালকেই ব্যবহার করছে ফরাসি বায়ু সেনা। ছবি - পিটিআই, গেটি ইমেজেস
Published at : 21 Dec 2024 09:46 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
