Chopper Crash Ooty: তামিলনাড়ুতে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার, সওয়ার ছিলেন বিপিন রাওয়াত
Chopper Crash Ooty:এমনই খবর সূত্রের। শীর্ষ হেলিকপ্টার দুর্ঘটনার কোনও কারণ আপাতত জানা যায়নি। তামিলনাড়ু-কর্ণাটক সীমানায় সেনার হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। যদিও সেনা সূত্রে আধিকারিকভাবে কিছু জানানো হয়নি।
![Chopper Crash Ooty: তামিলনাড়ুতে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার, সওয়ার ছিলেন বিপিন রাওয়াত Chopper Crash in Ooty Tamil nadu, Military Helicopter crash near Coonoor, Nilgiris Chopper Crash Ooty: তামিলনাড়ুতে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার, সওয়ার ছিলেন বিপিন রাওয়াত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/08/1a5ca5ef5dc7fa6a0837b9dca0c1afda_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কুন্নুর (তামিলনাড়ু): তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ল সেনার এমআই-17 কপ্টার। হেলিকপ্টারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।হেলিকপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের পরিবারের সদস্যরাও।সেনার কপ্টারে সিডিএস বিপিন রাওয়াত-সহ ১৪ জন ছিলেন।তামিলনাড়ু-কর্ণাটক সীমানায় নীলগিরিতে ভেঙে পডে সেনার হেলিকপ্টার।বেলা ১২.৪০ বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ে সেনার কপ্টার।জঙ্গলে ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে সেনার কপ্টার। সিডিএস বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ে সেনার কপ্টার।ভেঙে পড়ার পর সেনার হেলিকপ্টারে আগুন ধরে যায়।সেনার উচ্চপদস্থ অফিসারদের নিয়ে ভেঙে পড়ে কপ্টার।কপ্টার দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সেনার পক্ষ থেকে।সেনার কপ্টার দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু, জখম ৩ জন।দুর্ঘটনাগ্রস্ত বায়ুসেনার কপ্টারে সিডিএস রাওয়াত-সহ ১৪ জন ছিলেন।
স্থানীয় সূত্রে খবর, হাসপাতালে ভর্তি ৮ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ৩ জনের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছে।
দুর্ঘটনাগ্রস্ত কপ্টারে ছিলেন সিডিএস বিপিন রাওয়াত।কপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত। ছিলেন নায়েক গুরুসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার,ব্রিগেডিয়ার এল এস লিড্ডর।কপ্টারে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ,ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা ,হাবিলদার সৎপাল।
ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, বায়ুসেনার এমআই-17 কপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়েছে কুন্নুরে। সিডিএস বিপিন রাওয়াত ছিলেন কপ্টারে। এই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদসংস্থার খবর, স্থানীয় সেনা আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। প্রায় ৮০ শতাংশ পুড়ে যাওয়া দুটি দেহ স্থানীয়রা স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছেন। পাহাড়ি ওই এলাকায় আরও কয়েকটি দেহ পড়ে রয়েছে। সেই দেহগুলিকে উদ্ধারের চেষ্টা চলছে।
জেনারেল বিপিন রাওয়াতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এক কে স্ট্যালিনের পক্ষ থেকে সিডিএস রাওয়াতের উচ্চ পর্যায়ের চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য সচিবকে তিনি প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সহ মেডিক্যাল টিমকে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ওয়েলিংটন বেস হাসপাতালে জেনারেল রাওয়াতের চিকিৎসা চলছে। দুর্ঘটনাস্থলের কাছেই ওই হাসপাতাল।
ওয়েলিংটন আর্মি সেন্টার কুন্নুরে আজ একটি ক্যাডেট ইন্টারাকসন প্রোগ্রামে যোগ দেওয়ার কথা ছিল জেনারেল রাওয়াতের। কোয়েম্বাত্তুর মেডিক্যাল কলেজ থেকে ছয় সিনিয়র চিকিৎসকের একটি দল কুন্নুরে পৌঁছেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)