এক্সপ্লোর

২০২৪ নির্বাচন এর ফল

(Source: ECI/ABP News/ABP Majha)

Rajasthan Congress Crisis: এক ব্যক্তি পদ চান রাহুল, প্রথমেই ধাক্কা রাজস্থানে, গহলৌত সমর্থক ৯০ বিধায়ক ইস্তফা দিতে উদ্যত

Sachin Pilot vs Ashok Gehlot: দলে এক ব্যক্তি এক পদ চালু করার পক্ষে রাহুল গাঁধী। কিন্তু কংগ্রেসের অন্দরেই তা নিয়ে বিরোধিতা। সভাপতি নির্বাচনের আগে সেই অসন্তোষ প্রকট হল।

জয়পুর: দলে এক ব্যক্তি এক পদ চালু করার পক্ষে রাহুল গাঁধী (Rahul Gandhi)। কিন্তু কংগ্রেসের অন্দরেই তা নিয়ে বিরোধিতা। সভাপতি নির্বাচনের আগে সেই অসন্তোষ প্রকট হল (Rajasthan Congress Crisis)। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে রাজস্থানে কংগ্রেসের সরকার টিকিয়ে রাখাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে। ৯০ জনের বিধায়ক ইস্তফা দিতে উদ্যত হয়েছেন। বিধাসভার স্পিকারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তাঁরা। সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে অশোক গহলৌতের (Ashok Gehlot) জায়গায় সচিন পায়লটের (Sachin Pilot) নাম উঠে আসার পরই বিদ্রোহী হয়ে উঠেছেন রাজস্থানের কংগ্রেস বিধায়করা। 

রাজস্থানে কংগ্রেস ফের সঙ্কটে, ইস্তফা দিতে উদ্যত ৯০ বিধায়ক

ওই ৯০ জন বিদ্রোহী বিধায়ক গহলৌত সমর্থক বলে জানা গিয়েছে। আসন্ন কংগ্রেস সভাপতি নির্বাচনে গহলৌত প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। কিন্তু রাজস্থানের মুখ্যমন্ত্রী পদ ধরে রেখে সভাপতি পদেও আসীন হওয়া যাবে না বলে রাহুলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় বলে খবর। সে ক্ষেত্রে অশোক কংগ্রেস সভাপতি হলে, রাজস্থানের মুখ্যমন্ত্রিত্ব সচিনকে দেওয়া হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। তাতেই আপত্তি তুলে বিদ্রোহের রাস্তায় হাঁটছেন কংগ্রেস বিধায়করা। সচিনকে মুখ্যমন্ত্রী মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তাঁরা। 

রবিবার বিধায়ক শান্তি ধরিওয়ালের নেতৃত্বে জরুরি বৈঠক করেন ওই বিদ্রোহী কংগ্রেস বিধায়করা। সেখানে সচিনের বিরুদ্ধে একযোগে সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গিয়েছে। রাজস্থান কংগ্রেস সূত্রে খবর, ২০২০ সালে সচিন খোদ গহলৌতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। বিজেপি-র আগ্রাসনের সামনে দলে টালমাটাল অবস্থা তৈরি করেন তিনি। তাই বিদ্রোহীদের যুক্তি, সঙ্কটের সময় যিনি দলের পাশে থাকেননি, তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নেওয়ার প্রশ্ন নেই। বরং যাঁরা বিপদে দলের পাশে ছিলেন, তাঁদের মধ্যে থেকেই কাউকে বেছে নিতে হবে। 

এ দিনের ওই বৈঠকে উপস্থিত ছিলেন এক নির্দল প্রার্থী। সংবাদমাধ্যমে তিনি বলেন, "বিধায়কদের মতামতের নিরিখে সিদ্ধান্ত না নেওয়া হলে, সরকার চলবে কী করে? সরকার পড়ে যেতে বাধ্য।" এই পরিস্থিতিতে রবিবার সন্ধেয় কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক বসে। সেখানে মল্লিকার্জুন খড়্গে, রাজস্থান প্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় মাকেন ছিলেন। এ দিন জয়সলমীরেই ছিলেন গহলৌত। জয়পুরে খড়্গে এবং মাকেনের সঙ্গে একদফা মতবিরোধও হয় তাঁর। হোটেলের বৈঠক ছেড়ে বাড়ি রওনা দেন তিনি। 

আরও পড়ুন: Rajasthan Congress Crisis: এক ব্যক্তি পদ চান রাহুল, প্রথমেই ধাক্কা রাজস্থানে, গহলৌত সমর্থক ৯০ বিধায়ক ইস্তফা দিতে উদ্যত

সংবাদমাধ্যমে এ দিন গহলৌত বলেন, "কংগ্রেস সভাপতির উপর দলের নেতাদের আস্থা রয়েছে। আজও তার ঝলক দেখতে পাচ্ছেন আপনারা।" তবে বিক্ষুব্ধদের তাতিয়ে তোলার পিছনে গহলৌতেরই ইন্ধন রয়েছে বলে মনে করছেন কংগ্রেস নেতৃত্বের একাংশ। এর আগেও, সচিন এবং তাঁর অনুগামীদের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়েছে তাঁর। নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সত্ত্বেও সচিনের বদলে গহলৌত নিজের ছেলেকে উত্তরসূরী করতে চাইছিলেন বলে অভিযোগ ওঠে।  উপমুখ্যমন্ত্রী সচিনকে না জানিয়ে সরকারি সিদ্ধান্ত গ্রহণ, একাধিক বৈঠকে তাঁকে না ডাকার অভিযোগও ওঠে।

তাতেই কংগ্রেস ছাড়ার উপক্রম করেন সচিন। কিন্তু গাঁধী পরিবার, বিশেষ করে রাহুল এবং প্রিয়ঙ্কা গাঁধী বঢরার অত্যন্ত ঘনিষ্ঠ সচিন। কোনও রকমে সচিনকে সে যাত্রায় ঠান্ডা করেন তাঁরা। এ বার ফের সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, রাজস্থানের মসনদ থেকে সচিনকে দূরে রাখতে গহলৌত কংগ্রেসের সভাপতি পদ ছাড়তে দু'বার ভাববেন না। কিন্তু এ বার গাঁধী পরিবার এবং কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সমর্থন সচিনের দিকে রয়েছে। তাতেই অনুগামী বিধায়কদের গহলৌত এবং তাঁর লোকজন তাতিয়ে তুলছেন বলে অভিযোগ। 

কংগ্রেসের হাতছাড়া হবে রাজস্থানও! দেখা দিয়েছে আশঙ্কা 

উল্লেখ্য, রাজস্থান বিধানসভায় মোট আসন সংখ্যা ২০০। এর মধ্যে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১০০। এর পাশাপাশি, মায়াবতীর বহুজন সমাজ পার্টি থেকেও ছয় জন কংগ্রেসের হাত ধরেছেন। কয়েক জন নির্দল প্রার্থীও কংগ্রেস সরকারে সমর্থন জানিয়েছেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে হলে ১০১টি কমপক্ষে ধরে রাখতে হবে কংগ্রেসকে। কিন্তু বিক্ষুব্ধরা গণহারে ইস্তফা দিলে আরও একটি রাজ্য কংগ্রেসের হাতছাড়া হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

TMC Wins Madarihat: মাদারিহাট ধরে রাখতে পারল না BJP, শুভেন্দু-সুকান্তর প্রচার নিষ্ফলাই, জয় ছিনিয়ে নিল তৃণমূল
মাদারিহাট ধরে রাখতে পারল না BJP, শুভেন্দু-সুকান্তর প্রচার নিষ্ফলাই, জয় ছিনিয়ে নিল তৃণমূল
Suvendu Adhikari: ২৬-এর ভোটে জিতবেন বললেন শুভেন্দু, কোন ফর্মুলায়?
২৬-এর ভোটে জিতবেন বললেন শুভেন্দু, কোন ফর্মুলায়?
Mamata Banerjee: 'আমরা জমিদার নই, মানুষের পাহারাদার', ৬ উপনির্বাচনে জয়ের পর পোস্ট মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
'আমরা জমিদার নই, মানুষের পাহারাদার', ৬ উপনির্বাচনে জয়ের পর পোস্ট মুখ্যমন্ত্রীর
Sukanta Majumdar: '২৪-এ লোকসভায় জিতেছি, ২৬-এর বিধানসভাতে জিতব', বললেন সুকান্ত
'২৪-এ লোকসভায় জিতেছি, ২৬-এর বিধানসভাতে জিতব', বললেন সুকান্ত
Advertisement
ABP Premium

ভিডিও

Rituparna Sengupta: প্রয়াত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর মা নন্দিতা সেনগুপ্ত | ABP Ananda LIVENarendra Modi: ঝাড়খণ্ডের উন্নয়ন আরও জোর দেবে বিজেপি : নরেন্দ্র মোদি | ABP Ananda LIVENarendra Modi: কংগ্রেসের ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে: মোদি | ABP Ananda LIVEKasba Incident: কসবাকাণ্ডে মূল অপারেটর মহম্মদ ফুলবাবু, কোর্টে দাবি সুশান্ত ঘোষের আইনজীবির | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC Wins Madarihat: মাদারিহাট ধরে রাখতে পারল না BJP, শুভেন্দু-সুকান্তর প্রচার নিষ্ফলাই, জয় ছিনিয়ে নিল তৃণমূল
মাদারিহাট ধরে রাখতে পারল না BJP, শুভেন্দু-সুকান্তর প্রচার নিষ্ফলাই, জয় ছিনিয়ে নিল তৃণমূল
Suvendu Adhikari: ২৬-এর ভোটে জিতবেন বললেন শুভেন্দু, কোন ফর্মুলায়?
২৬-এর ভোটে জিতবেন বললেন শুভেন্দু, কোন ফর্মুলায়?
Mamata Banerjee: 'আমরা জমিদার নই, মানুষের পাহারাদার', ৬ উপনির্বাচনে জয়ের পর পোস্ট মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
'আমরা জমিদার নই, মানুষের পাহারাদার', ৬ উপনির্বাচনে জয়ের পর পোস্ট মুখ্যমন্ত্রীর
Sukanta Majumdar: '২৪-এ লোকসভায় জিতেছি, ২৬-এর বিধানসভাতে জিতব', বললেন সুকান্ত
'২৪-এ লোকসভায় জিতেছি, ২৬-এর বিধানসভাতে জিতব', বললেন সুকান্ত
Abhishek Banerjee: উপনির্বাচনে বিপুল জয় তৃণমূলের, দলকে অভিনন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
উপনির্বাচনে বিপুল জয় তৃণমূলের, দলকে অভিনন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
PM Modi:
"পরিবারবাদ ও নেতিবাচক রাজনীতি পরাজিত হয়েছে", মহারাষ্ট্রের জয়ে মন্তব্য প্রধানমন্ত্রী মোদির
Hemant Soren: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন হেমন্ত সোরেনের, কেন জানেন?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন হেমন্ত সোরেনের, কেন জানেন?
Border-Gavaskar Trophy: পারথে দুরন্ত বোলিংয়ে কিংবদন্তি কপিল দেবের কৃতিত্বে ভাগ বসালেন যশপ্রীত বুমরা
পারথে দুরন্ত বোলিংয়ে কিংবদন্তি কপিল দেবের কৃতিত্বে ভাগ বসালেন যশপ্রীত বুমরা
Embed widget