(Source: ECI/ABP News/ABP Majha)
Corona Cases India: কমল দৈনিক সংক্রমণ- মৃত্যু, বাড়ল অ্যাক্টিভ কেসের সংখ্যা
রবিবারের তুলনায় অনেকটা কমেছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৯০৯ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন।
নয়া দিল্লি: করোনায় দেশে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমলেও, বাড়ল সক্রিয় কেসের সংখ্যা। রবিবারের তুলনায় অনেকটা কমেছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৯০৯ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু কেরলেই একদিনে সংক্রমিত ২৯ হাজার ৮৩৬ জন। দেশে একদিনে মৃত্যুর সংখ্যা ৩৮০।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৮ হাজার ২১০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৭ লক্ষ ৩৭ হাজার ৯৩৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৭৬ হাজার ৩২৪। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, ৩ কোটি ১৯ লক্ষ ২৩ হাজার ৪০৫ জন। একদিনে ৩৪ হাজার ৭৬৩ জন সুস্থ হয়েছেন।
রবিবার দেশে করোনা আক্রান্ত হয়েছিল ৪৫ হাজার ৮৩ জন। মৃত্যু হয়েছিল ৪৬০ জনের। শনিবার দেশে মৃত্যু হয়েছিল ৫০৯ জনের। একদিনের করোনায় মৃত্যু হয়েছে ৩৮০ জনের। কেরলেই একদিনে আক্রান্ত হয়েছেন ২৯ হাজারের বেশি মানুষ। সবচেয়ে বেশি চিন্তা বাড়াচ্ছে কেরল ও মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় কেরলে ২৯ হাজার ৮৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭৫ জনের।
বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৫ লক্ষ ২৯১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৬৩ লক্ষ ৪৭ হাজার ৭১১।
এদিকে, তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানির আগে মহারাষ্ট্রে ফের বাড়ল চিন্তা। মনখুরদ এলাকায় একটি শিশুদের হোমে অতিমারী সৃষ্টিকারী ভাইরাসে আক্রান্ত হল ১৮ জন শিশু। বৃহ্নমুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের তরফে জানান হয়েছে কোভিড আক্রান্ত শিশুদের সকলকে ভাসি নাকা এলাকার একটি আইসোলেটেড হোমে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
রবিবার মহারাষ্ট্রের স্বাস্থ্যদফতরের তরফে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৬৬ জন। এদের মধ্যে ৩ হাজার ৩০১ রোগী সুস্থ হয়ে উঠেছেন। সে রাজ্যে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫২ হাজার ৮৪৪ জন। দৈনিক মৃত্যু সংখ্যা ছিল ১৩১ জন। সে রাজ্যে করোনা কোপে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ১৫৭ জনের।