Covid 19 Cases in India: দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, সামান্য কম মৃত্যু
Coronavirus Update: এর আগের দিন দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ২ লক্ষ ৮৫ হাজার ৯১৪ জন...
নয়া দিল্লি : গত ২৪ ঘণ্টায় দেশে বাড়ল করোনা সংক্রমণ। তবে, সামান্য কম মৃতের সংখ্যা। এই একদিনে করোনায় (Corona Virus) সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৮৬ হাজার ৩৮৪ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২ লক্ষ ৮৬ হাজার ৩৮৪ জন আক্রান্ত হয়েছেন। তার আগের দিন এই সংখ্যাটা ছিল। ২ লক্ষ ৮৫ হাজার ৯১৪ জন। তার আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪। অর্থাৎ ঊর্ধ্বমুখী গ্রাফ।
আরও পড়ুন ; রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ৪,৪৯৪ জন, মৃতের সংখ্য়া কমে ৩৪
অন্যদিকে, এই সময়পর্বে দেশে করোনায় ৫৭৩ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রকের বলেটিনে উল্লেখ রয়েছে। গতকাল এই সংখ্যাটা ছিল ৬১৪ জন। অর্থাৎ সামান্য কমেছে মৃত্যু।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৬ হাজার ৩৫৭ জন। অন্যদিকে এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২২, ০২, ৪৭২। দৈনিক পজিটিভিটির হার ১৯.৫৯ শতাংশ। গতকাল যা ছিল ১৬ দশমিক ১৬ শতাংশ। এখনও পর্যন্ত দেশে করোনার টিকাকরণ হয়েছে ১,৬৩,৮৪,৩৯,২০৭।
এদিকে গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৪,৪৯৪ জন। বুধবারের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৯৬৯ জন। অর্থাৎ তার আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যা। যদিও জানুয়ারির শুরুতে যেভাবে সংক্রমণের গ্রাফ বেড়েছিল তার তুলনায় এখন অনেকটাই কমেছে সংক্রমণ। সংখ্যাটা প্রায় ২৫ হাজার থেকে নেমেছে ৪ হাজারে। সরকারি হিসেবে গতকাল রাজ্যে করোনা সংক্রমিত সক্রিয় রোগীর সংখ্যা ৬৭,৩৬৯ জন। যা তার আগের দিনের তুলনায় ১২,৭৯৯ জন কম।
এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের। তার আগের দিন মৃতের সংখ্যা ছিল ৩৬। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারালেন ২০,৪৪৫ জন।