Omicron Update : দেশে বাড়ছে ওমিক্রনের প্রকোপ, দেখুন বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
Omicron variant : মন্ত্রকের হিসাব অনুযায়ী, এপর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টমুক্ত হয়ে উঠেছেন ৯৯৫ জন...
নয়া দিল্লি : দেশে বেড়েছে চলেছে ওমিক্রনে (Omicron) আক্রান্তের সংখ্যা। দেশে নতুন এই ভ্যারিয়েন্টে (New Variant) আক্রান্তের সংখ্যা বেড়ে এই মুহূর্তে হয়েছে ২ হাজার ৬৩০। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare) সূত্রের খবর।
মন্ত্রকের হিসাব অনুযায়ী কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কতজন সংক্রমিত ?
মহারাষ্ট্র- ৭৯৭
দিল্লি- ৪৬৫
রাজস্থান-২৩৬
কেরল-২৩৪
কর্ণাটক-২২৬
গুজরাত-২০৪
তামিলনাড়ু-১২১
তেলঙ্গানা-৯৪
হরিয়ানা-৭১
ওড়িশা-৬০
উত্তরপ্রদেশ-৩১
অন্ধ্রপ্রদেশ-২৮
পশ্চিমবঙ্গ-২০
মধ্যপ্রদেশ-৯
উত্তরাখণ্ড-৮
গোয়া-৫
মেঘালয়-৪
চণ্ডীগড়-৩
জম্মু ও কাশ্মীর-৩
আন্দামান ও নিকোবর-২
অসম-২
পুদুচেরি-২
পাঞ্জাব-২
হিমাচলপ্রদেশ-১
লাদাখ-১
মণিপুর-১
মন্ত্রকের হিসাব অনুযায়ী, এপর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টমুক্ত হয়ে উঠেছেন ৯৯৫ জন।
নতুন এই ভ্য়ারিয়েন্ট বেশিরভাগ ক্ষেত্রেই মৃদু উপসর্গ দেখা যাচ্ছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওমিক্রনকে "মৃদু" রোগ বলাটা বিপজ্জনক।
আরও পড়ুন ; ওমিক্রনকে "মৃদু" বলা বিপজ্জনক, বলছে WHO
WHO-এর টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভ ট্য়ুইটারে লিখেছেন, অতি সরলীকরণ করাটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। যদিও আমরা ডেল্টার তুলনায় হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কম দেখছি। কিন্তু ওমিক্রন "কেবলমাত্র একটি মৃদু" রোগ বলাটা বিপজ্জনক। কম ঝুঁকি নিয়েও বহু কেস দেখা যাচ্ছে। আমরা হাসপাতালগুলিকে স্তম্ভিত হতে দেখব। দয়া করে, সাবধানে থাকুন।
এদিকে মারাত্মক হারে দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৯০ হাজার ৯২৮। একলাফে প্রায় ৫৭ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণ। একদিনে আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে বাড়ল প্রায় ৩৩ হাজার। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই।
তবে গতকালের তুলনায় মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৩৪। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ হাজার ২০৬। এখনও পর্যন্ত করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৪১ হাজার ০০৯।