(Source: ECI/ABP News/ABP Majha)
COVID-19: ভারতে কমছে মাস্ক পরার প্রবণতা, WHO-র সতর্কবার্তা শোনালেন নীতি আয়োগের সদস্য
Mask usage declining in India : কোভিড-১৯ (Covid-19) বুস্টার শট (Booster Dose) পাওয়ার পরেও ওমিক্রন আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরের দুই বাসিন্দা। কাজেই ওমিক্রন নিয়ে উদ্বেগ রয়েছে...
নয়া দিল্লি : ওমিক্রন(Omicron ) ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ বাড়ছে। অথচ দেশে দিন দিন মাস্ক পরার প্রবণতা কমছে। এনিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করছে বলে উদ্বেগপ্রকাশ করলেন নীতি আয়োগের সদস্য(স্বাস্থ্য) ভিকে পল(NITI Aayog member VK Paul)।
আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মাস্ক ব্যবহারের প্রবণতা কমছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে, ভ্যাকসিন ও মাস্ক- দুই-ই গুরুত্বপূর্ণ। বিশ্বের সার্বিক পরিস্থিতি থেকে আমাদের শেখা উচিত। মাস্কের ব্যবহার কমে যাওয়া নিয়ে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাছাড়া বিশ্বজুড়ে ওমিক্রন সংক্রমণের পরিস্থিতিও উদ্বেগজনক। কাজেই এই সময়ে মাস্ক সরানো উচিত নয়। এই ভ্যারিয়েন্টের জেরে বিশাল ঢেউ এসেছে ইংল্যান্ড ও ফ্রান্সে। এই ভাইরাসের জেরে যে অতিমারী শুরু হয়েছে তা পুরোপুরিই বিস্ময় এবং অপ্রত্যাশিত বিষয়ে পূর্ণ।
এদিকে কোভিড-১৯ (Covid-19) বুস্টার শট (Booster Dose) পাওয়ার পরেও ওমিক্রন (Omicron) আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরের (Singapore) দুই বাসিন্দা। বৃহস্পতিবার সে দেশের স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ২৪ বছর বয়সি এক মহিলা যিনি বিমানবন্দরে কর্মরত ছিলেন ও ডিসেম্বরে জার্মানি থেকে আসা এক ব্যক্তি- দু'জনেই ভ্যাকসিনের তৃতীয় ডোজ পেয়েছেন। কিন্তু বুস্টার ডোজ পাওয়ার পরও কেন আক্রান্ত হলেন ওমিক্রনে তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন ; ওমিক্রন আক্রান্ত হলেন বুস্টার ডোজ নেওয়া ২ ব্যক্তি, চিন্তা বাড়ল বিশ্বে
করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর ফাইজারের টিকার বুস্টার ডোজ। বুধবারই এমন দাবি করেছে টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেক। বিবিসি প্রতিবেদনের তথ্য মতে, ওমিক্রনের ওপর ফাইজারের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণাগারে পরীক্ষার পর জানানো হয়েছে, এই টিকার তৃতীয় ডোজটি দেওয়ার পরই দেখা গেছে আক্রান্তের শরীরে ওমিক্রন প্রতিরোধী ক্ষমতা বেড়ে যায় ২৫ শতাংশ।
কমপক্ষে এক মাস আগে ফাইজারের তৃতীয় বা বুস্টার ডোজ নেয়া ব্যক্তির রক্তের নমুনা পরীক্ষায় দেখা গেছে, তাদের করোনার নতুন ধরণ ওমিক্রনে আক্রান্ত হওয়র আশঙ্কা অনেক কম। এদিকে, কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়ে কোনও সিদ্ধান্ত হল না ভ্যাকসিনেশন নিয়ে জাতীয় পরামর্শদাতা গোষ্ঠীর বৈঠকে।