Omicron Variant: ওমিক্রন আক্রান্ত হলেন বুস্টার ডোজ নেওয়া ২ ব্যক্তি, চিন্তা বাড়ল বিশ্বে
Singapore Omicron Variant: দু'জনেই ভ্যাকসিনের তৃতীয় ডোজ পেয়েছেন। কিন্তু বুস্টার ডোজ পাওয়ার পর কেন আক্রান্ত হল ওমিক্রনে তা নিয়ে প্রশ্ন উঠছে।
সিঙ্গাপুর: কোভিড-১৯ (Covid-19) বুস্টার শট (Booster Dose) পাওয়ার পরেও ওমিক্রন (Omicron) আক্রান্ত হলেন সিঙ্গাপুরের (Singapore) দুই বাসিন্দা। বৃহস্পতিবার সে দেশের স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ২৪ বছর বয়সি এক মহিলা যিনি বিমানবন্দরে কর্মরত ছিলেন। দ্বিতীয় ব্যক্তি ডিসেম্বরে জার্মানি থেকে আসা এক ব্যক্তি। দু'জনেই ভ্যাকসিনের তৃতীয় ডোজ পেয়েছেন। কিন্তু বুস্টার ডোজ পাওয়ার পর কেন আক্রান্ত হল ওমিক্রনে তা নিয়ে প্রশ্ন উঠছে।
সম্প্রতি, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর ফাইজারের টিকার বুস্টার ডোজ। বুধবার এমন দাবি করেছে টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেক। বিবিসি প্রতিবেদনের তথ্য মতে, ওমিক্রনের ওপর ফাইজারের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণাগারে পরীক্ষার পর জানানো হয়েছে, এই টিকার তৃতীয় ডোজটি দেয়ার পরই দেখা গেছে আক্রান্তের শরীরে ওমিক্রন প্রতিরোধী ক্ষমতা বেড়ে যায় ২৫ শতাংশ।
কমপক্ষে এক মাস আগে ফাইজারের তৃতীয় বা বুস্টার ডোজ নেয়া ব্যক্তির রক্তের নমুনা পরীক্ষায় দেখা গেছে, তাদের করোনার নতুন ধরণ ওমিক্রনে আক্রান্ত হওয়র আশঙ্কা অনেক কম। এদিকে, কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়ে কোনও সিদ্ধান্ত হল না ভ্যাকসিনেশন নিয়ে জাতীয় পরামর্শদাতা গোষ্ঠীর বৈঠকে।
আরও পড়ুন, ওমিক্রন মুক্তি, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রাজস্থানের ৯ আক্রান্ত
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, শিশুদের ভ্যাকসিনেশন নিয়েও কোনও সিদ্ধান্ত হয়নি। কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট যখন চোখ রাঙাচ্ছে, তখন চিকিত্সকদের একাংশ বুস্টার ডোজের দাবিতে সরব। কিন্তু সূত্রের খবর, বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হলেও কোনও সিদ্ধান্ত হয়নি। সেইসঙ্গে শিশুদের ভ্যাকসিনেশন কবে থেকে শুরু হবে, সে বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়নি।
এদিকে, চোখের পলকে যেন সংক্রমণ বাড়ছে। বৃহস্পতিবারও ব্রিটেনে (Britain) নতুন করে আক্রান্ত হয়েছে ২৪৯ জন। পরিসংখ্যান বলছে ব্রিটেনে কোভিড-১৯ (Covid-19) এর ওমিক্রন (Omicron) প্রজাতিতে আক্রান্তের সংখ্যা এক দিনে প্রায় দ্বিগুণ হয়েছে। ব্রিটেনে শুধু এই প্রজাতিতেই আক্রান্ত হয়েছে মোট ৮১৭ জন। সে দেশের হেলথ সিকিউরিটি এজেন্সি (UK Health Security Agency ) এই আক্রান্ত বৃদ্ধির হার ও সংক্রমণ এমন দ্বিগুণ গতিতে বৃদ্ধি পেতে থাকলে মোট করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যার ৫০ শতাংশ হবে ওমিক্রনের ফলে।