Omicron Case in Delhi : নেই উপসর্গ, তবে শরীর দুর্বল হয়ে পড়ছে দিল্লির দ্বিতীয় ওমিক্রন আক্রান্তের
Omicron patient of Delhi : গত রবিবার প্রথম দিল্লিতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মেলে। তানজানিয়া থেকে দিল্লিতে ফেরা ৩৭ বছরের ওই ব্যক্তির সম্পূর্ণ টিকাকরণ হয়ে গিয়েছিল...
নয়া দিল্লি : দিল্লিতে ওমিক্রন(Omicron) আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির কোনও উপসর্গ নেই। তবে, শরীরে রয়েছে দুর্বলতা। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতাল সূত্রের এই খবর প্রকাশ করেছে এএনআই।
দিল্লিতে(Omicron patient of Delhi) এই হাসপাতালেই ওমিক্রন আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, এখানে ওমিক্রন আক্রান্ত সন্দেহে ৪৬ জনকে ভর্তি করা হয়। তার মধ্যে ইতিমধ্যেই ৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এখনও বাকি ৩৮ জনের চিকিৎসা চলছে। এই ৩৮ জনের মধ্যে ২৫ জন করোনায় আক্রান্ত। এর মধ্যে দুই জনের শরীরে রয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট।
গত রবিবার প্রথম দিল্লিতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মেলে। তানজানিয়া থেকে দিল্লিতে ফেরা ৩৭ বছরের ওই ব্যক্তির সম্পূর্ণ টিকাকরণ হয়ে গিয়েছিল। রাঁচির বাসিন্দা ওই ব্যক্তি তানজানিয়া থেকে দোহা হয়ে দিল্লি পৌঁছান।
আরও পড়ুন ; মহারাষ্ট্রে ওমিক্রন দাপট, আজ থেকে মুম্বইয়ে জারি ১৪৪ ধারা
এরপর আজ জিম্বাবোয়ে ফেরত ৩৫ বছরের এক ব্যক্তির শরীরেও ওমিক্রনের হদিশ মেলে। এর জেরে দিল্লিতে নতুন এই ভ্যারিয়ন্টে আক্রান্ত দুই জনকে পাওয়া গেল। এই ব্যক্তি শুধু জিম্বাবোয়েই নয়, দক্ষিণ আফ্রিকাতেও গিয়েছিলেন বলে ট্রাভেল হিস্ট্রিতে জানা গেছে। সূত্রের খবর, তাঁরও ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছিল। তবে, কোনও উপসর্গ নেই। শুধু দুর্বল রয়েছেন।
এদিকে মহারাষ্ট্রে (Maharastra) দেড় বছরের শিশু-সহ নতুন করে আক্রান্ত ৭ জন। এ নিয়ে ১৭ জনের শরীরে মিলল করোনার (Corona) বিপজ্জনক ভ্যারিয়েন্ট। এই পরিস্থিতিতে আজ ও কাল মুম্বইয়ে (Mumbai) বড় ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা, ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল, ভারতের পাঁচটি রাজ্যে মোট ২৬ টি ওমিক্রন কেস ধরা পড়েছে। ৯ টি রাজস্থানে, ৩ টি গুজরাটে, ১১ টি মহারাষ্ট্রে, ২ টি কর্ণাটকে এবং ১টি ওমিক্রন সংক্রমণের ঘটনা ধরা পড়েছে দিল্লিতে। তারপরই মহারাষ্ট্র থেকে শুক্রবার আরও ৬ টি নতুন ওমিক্রন সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। এর পাশাপাশি দিল্লিতেও আরও এক ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মেলে। সব মিলিয়ে সারা দেশে সংখ্যাটা দাঁড়াল ৩৩-এ।