Covid-19 : রেলের ওয়ার্কশপেও করোনার হানা, আক্রান্ত ৬২
Corona Cases in Mumbai : এদিকে গত ২৪ ঘণ্টায় শুধু মুম্বইয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩১৮ জন। শনিবার এমনই জানায় বৃহন্মুম্বই পুরনিগম...
![Covid-19 : রেলের ওয়ার্কশপেও করোনার হানা, আক্রান্ত ৬২ Covid-19 : Sixty-two workers at railway workshop test positive for Corona in Mumbai Covid-19 : রেলের ওয়ার্কশপেও করোনার হানা, আক্রান্ত ৬২](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/07/f99332ef00462f582ab844547866fba8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : এবার রেলের ওয়ার্কশপেও করোনার থাবা। মুম্বইয়ের (Mumbai) মহালক্ষ্মী এলাকার রেলওয়ে ওয়ার্কশপে করোনায় আক্রান্ত ৬২ জন কর্মী। গত চার দিনে তাঁরা আক্রান্ত হয়েছেন। এমনই জানিয়েছেন পশ্চিম রেলের পিআরও। তিনি আরও জানিয়েছেন, এই ওয়ার্কশপে ৫০০ জন কর্মী কাজ করেন। বাকি কর্মীদের নুমনা পরীক্ষা করা হচ্ছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় শুধু মুম্বইয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩১৮ জন। শনিবার এমনই জানায় বৃহন্মুম্বই পুরনিগম। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের রাজধানী শহরে ৭১ হাজার ১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মুম্বইয়ে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৮,৯৫,০৯৮। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩ জন সংক্রমণমুক্ত হয়ে উঠেছেন। এপর্যন্ত মোট সুস্থের সংখ্যা ৭,৭০,০৫৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। এনিয়ে মুম্বইয়ে মোট মৃতের সংখ্যা ১৬,৩৯৯। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১,০৬,০৩৭।
আরও পড়ুন ; ঊর্ধ্বমুখী সংক্রমণ, রাতের কার্ফুর পথে মহারাষ্ট্রও
প্রসঙ্গত, মহারাষ্ট্রে (Maharashtra) বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে রাতের কার্ফুর (Night Curfew) পথে হাঁটতে চলেছে সেই রাজ্যও। আগামী ১০ জানুয়ারি থেকে নাইট কার্ফু চালু হচ্ছে সেখানে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই বিধি লাগু থাকবে।
কোভিড গাইড-লাইন (Covid Guidelines) অনুযায়ী, ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৫ জন বা তার বেশি সংখ্যক মানুষের জমায়েত নিষেধ করা হয়েছে। জরুরি পরিষেবা ছাড়া রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত যে কোনও গতিবিধিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পরবর্তী নির্দেশিকা আসা পর্যন্ত স্যুইমিং পুল, জিম, স্পা, বিউটি স্যালোঁ, চিড়িয়াখানা, মিউজিয়াম এবং বিনোদন পার্ক বন্ধ থাকবে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ ও কোচিং ইনস্টিটিউট। এর পাশাপাশি বেসরকারি অফিসগুলিকে ৫০ শতাংশ কর্মী নিয়ে চালু রাখতে বলা হয়েছে। শুধুমাত্র সম্পূর্ণ টিকাকরণ হয়ে গেছে, এমন কর্মীরাই অফিস যেতে পারবেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)