Terrorists Arrested: উৎসবের মরশুমে নাশকতার ছক ফাঁস, দিল্লি পুলিশের জালে দুই পাক প্রশিক্ষিত জঙ্গি সহ ছয়জন
পুলিশ জানিয়েছে, ‘উত্তরপ্রদেশ এটিএসের সাহায্যে ৩ জঙ্গি গ্রেফতার করা হয়েছে। কোটায় ট্রেন থেকে একজন জঙ্গি গ্রেফতার করা হয়েছে।
নয়াদিল্লি: উৎসবের মরশুমে নাশকতার ছক ফাঁস। ৬ জঙ্গি গ্রেফতার। দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে ৬ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ৬ জঙ্গির মধ্যে ২জন পাকিস্তানে প্রশিক্ষিত বলে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিদের পাকড়াও করেছে পুলিশ। ১৪-১৫জন বাংলাভাষী একইভাবে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে। ধৃত জঙ্গিদের জেরায় তথ্য মেলার দাবি করেছে দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশ জানিয়েছে, সীমান্তের ওপার থেকে জঙ্গিদের নিয়ন্ত্রণ করা হচ্ছিল। ধৃত জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র নিয়ে দিল্লি পুলিশের এমনই দাবি । পুলিশ জানিয়েছে, ‘উত্তরপ্রদেশ এটিএসের সাহায্যে ৩ জঙ্গি গ্রেফতার করা হয়েছে। কোটায় ট্রেন থেকে একজন জঙ্গি গ্রেফতার করা হয়েছে। দাউদের ভাই দানিশ ইব্রাহিমের টাকায় ভারতে নাশকতার ছক কষেছিল জঙ্গিরা। ধৃত জঙ্গিদের কাছ থেকে মিলল বিস্ফোরক, অস্ত্র।
দিল্লি পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে তারা জানতে পেরেছিল যে, পাক মদতপুষ্ট জঙ্গিদের একটি গোষ্ঠী দিল্লি ও আশেপাশের এলাকায় বিস্ফোরণ ঘটানোর ছক কষছে। জনবহুল জায়গাগুলিকেই তারা নিশানা করে। জানা গেছে, দিল্লি থেকেই দুজন জঙ্গিকে পাকড়াও করা হয়। এছাড়াও উত্তরপ্রদেশ ও রাজস্থান থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের প্রমোদ কুমার কুশওয়া বলেছেন, দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল পাক মদতপুষ্ট জঙ্গি মডিউলের পর্দাফাঁস করে দিয়েছে। ধৃতদের মধ্যে দুই জঙ্গি পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিল। তাদের কাছ থেকে হাতিয়ার ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
স্পেশ্যাল সিপি নীরজ ঠাকুর বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আজ বড়সড় সাফল্য পাওয়া গিয়েছে। একাধিক রাজ্যে অভিযান চালিয়ে ছয় জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। সমীর, লালাস জীশন কমর, ওসামা, জান মহম্মদ আলি শেখ ও মহম্মদ আবু বকরকে গ্রেফতার করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এদের মধ্যে দুজন রয়েছে, যারা পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিল। পরে ভারতে ফিরে আসে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে এ ব্যাপারে তথ্য মিলেছিল। ওই তথ্যে জানানো হয়েছিল যে, কয়েকটি শহরে সন্ত্রাসবাদী হামলার ছক কষা হচ্ছে, আর এক্ষেত্রে মদত রয়েছে সীমান্তের ওপারের। এই ইনপুটের ভিত্তিতে দিল্লি পুলিশ একটি বিশেষ দল তৈরি করে।