Rahul Gandhi : ৫ বারে প্রায় ৫০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি প্রসঙ্গে কী বললেন রাহুল ?
Enforcement Directorate : ন্যাশনাল হেরাল্ড মামলায় ৪ দিনে ৪৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, গতকাল পঞ্চমবার ইডি দফতরে যান রাহুল গান্ধী
নয়া দিল্লি : ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় পাঁচবার জিজ্ঞাসাবাদ। গতকালই তাঁকে নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু, তাতেও তাঁকে দমানো যাবে না, জানিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)। আজ তিনি বলেন, "ইডি এবং এই রকম সংস্থাগুলো আমাকে প্রভাবিত করে না। এমনকী যেসব অফিসার আমাকে জিজ্ঞাসাবাদ করছিলেন, তাঁরাও বুঝে গেছেন, কংগ্রেসের কোনও নেতাকে ভয় দেখানো বা দমিয়ে রাখা যায় না।"
ন্যাশনাল হেরাল্ড মামলায় ৪ দিনে ৪৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, গতকাল পঞ্চমবার ইডি দফতরে যান রাহুল গান্ধী। এর আগে ১৩-১৫ জুন, পরপর তিনদিন প্রায় ৩০ ঘণ্টা কংগ্রেস সাংসদকে জিজ্ঞাসাবাদ করেন ইডি-র অফিসাররা। গত পরশুও রাহুলকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়।
আরও পড়ুন ; ' এমন শোচনীয় অবস্থা দেখিনি ', যশবন্ত সিন্হাকে খোঁচা দিয়ে ট্যুইট তথাগতর
অন্যদিকে, রাহুল গান্ধীকে হেনস্থা করতে ইডি-কে কাজে লাগানোর অভিযোগ তুলে পথে নেমেছে কংগ্রেস। দিল্লির আকবর রোডে কংগ্রেস সদর দফতরের সামনে সত্যাগ্রহ কর্মসূচি পালন করেন কংগ্রেস কর্মীরা।
প্রসঙ্গত, ওয়েইনাডের কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী গত পাঁচবারে প্রায় ৫০ ঘণ্টা কাটিয়েছেন ইডি অফিসারদের কাছে। দফায় দফায় একাধিকবার তাঁরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর্থিক তছরুপ আইনে তাঁর বয়ান নথিভুক্ত করা হয়।
সূত্রের খবর, ED’র অফিসাররা রাহুল গাঁধীর কাছে জানতে চেয়েছিলেন, ইয়ং ইন্ডিয়ান কোম্পানি তৈরির সিদ্ধান্ত কে নিয়েছিলেন ? কোম্পানি তৈরির বিষয়ে যে বৈঠক হয়েছিল, সেখানে কি রাহুল গাঁধী উপস্থিত ছিলেন ? ইয়ং ইন্ডিয়ান কোম্পানির ক’টি বৈঠকে তিনি উপস্থিত ছিলেন ? কোথায় কোথায় তাঁর সম্পত্তি রয়েছে ? বিদেশে তাঁর কোনও সম্পত্তি আছে কিনা। ইয়ং ইন্ডিয়ান কোম্পানিতে তিনি কীভাবে ডিরেক্টর হয়েছিলেন ? তিনি কীভাবে শেয়ার কিনেছিলেন ? শেয়ার কেনার জন্য টাকা দিয়ে থাকলে তা, কোন অ্যাকাউন্ট থেকে এবং কীভাবে দিয়েছিলেন ?