Fake Anti-India Content: ভারত-বিরোধী প্রচারের অভিযোগে ৩৫ টি পাক ইউটিউব চ্যানেল ব্লক করল কেন্দ্র
Fake Anti-India Content:পাকিস্তান থেকে ভুয়ো ও দেশবিরোধী বিভেদমূলক তথ্য ছড়ানোর অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানাল জানাল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
![Fake Anti-India Content: ভারত-বিরোধী প্রচারের অভিযোগে ৩৫ টি পাক ইউটিউব চ্যানেল ব্লক করল কেন্দ্র Fake Anti-India Content: Govt Orders Blocking Of 35 Pak-Origin YT Channels, Social Media Accounts Fake Anti-India Content: ভারত-বিরোধী প্রচারের অভিযোগে ৩৫ টি পাক ইউটিউব চ্যানেল ব্লক করল কেন্দ্র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/22/b0df332754bc1730be53c7d2f4cb0722_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের আগে কড়া পদক্ষেপ কেন্দ্রের। ৩৫টি ইউটিউব চ্যানেল (YouTube Channel)ব্লক (Block) করল কেন্দ্র। বন্ধ করা হয়েছে ২টি ওয়েব সাইট, ২টি ট্যুইটার, ২টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও। পাকিস্তান থেকে ভুয়ো ও দেশবিরোধী বিভেদমূলক তথ্য ছড়ানোর অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানাল জানাল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক( Information and Broadcasting Ministry)।
এক সাংবাদিক বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব (পিঅ্যান্ডএ) বিক্রম সহায় বলেছেন, ২০ জানুয়ারি নতুন করে মন্ত্রক যে গোয়েন্দা তথ্য পেয়েছে, তার ভিত্তিতে আমরা ৩৫ টি ইউটিউব চ্যানেল, ২ ট্যুইটার অ্যাকাউন্ট, ২ টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, দুটি ওয়েবসাইট ও একটি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছি। এই সমস্ত অ্যাকাউন্টগুলির যে সাধারণ বিষয় রয়েছে, তা হল এগুলি পাকিস্তান থেকে পরিচালিত এবং সেগুলি ভারত বিরোধী খবর ও অন্যান্য বিষয়বস্তু ছড়ায়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র বলেছেন যে, এই ইউটিউব চ্যানেলগুলির সাবস্ক্রাইবার সংখ্য়া ১.২০ কোটি ও ১৩০ কোটয়ি ভিউ রয়েছে। এখন এই প্রক্রিয়ার যখন শুরু হয়েছে, তখন আগামীদিনে এ ধরনের আরও অনেক চ্যানেল ব্লক হয়ে যাবে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলি এ ব্যাপারে কাজ করছে। আমরা সাধারণ মানুষের সমর্থনের দিকেও তাকিয়ে রয়েছি।
উল্লেখ্য, বুধবারই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কাজ চালিয়ে যাওয়া হবে। গত বছরও ভারত-বিরোধী অপ্রচার ও ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ২০ টি ইউটিউব চ্যানেল ও দুটি ওয়েবসাইট ব্লক করা হয়েছিল। অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন, এ ধরনের চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
অনুরাগ ঠাকুর আরও বলেছিলেন যে, বিশ্বের বিভিন্ন বড় দেশই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। এজন্য আমরা খুশি। ইউটিউব কর্তপক্ষও এগিয়ে এসেছে এবং এগুলিকে ব্লক করতে ব্যবস্থা নিয়েছে। এ জন্য আমি খুশি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)