Farmers' Movement : শীতকালীন অধিবেশন শুরুর দিনেই ৬০টি ট্রাক্টর নিয়ে সংসদের উদ্দেশে যাত্রা কৃষকদের
Farmers' Movement Update : অন্যান্য জিনিসের পাশাপাশি ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) গ্যারান্টির জন্য চাপ বাড়াতে এই সিদ্ধান্ত...
নয়া দিল্লি : আগামী ২৯ নভেম্বর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ওই দিনই ৬০টি ট্রাক্টর মিছিল করে রওনা দেবে সংসদের উদ্দেশে। মঙ্গলবার একথা জানান ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত। অন্যান্য জিনিসের পাশাপাশি ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) গ্যারান্টির জন্য চাপ বাড়াতে এই সিদ্ধান্ত।
সংবাদ সংস্থা এএনআই-কে টিকায়েত জানিয়েছেন, আগামী ২৯ নভেম্বর ৬০টি ট্রাক সংসদের উদ্দেশে রওনা দেবে। রাস্তা দিয়ে যাবে ট্রাকগুলি। সরকার রাস্তা খুলে দিয়েছে। আমরা রাস্তা আটকে রাখি বলে অভিযোগ ওঠে। কিন্তু, আমরা রাস্তা আটকে রাখিনি। রাস্তা বন্ধ করে রাখাটা আমাদের আন্দোলন নয়। আমাদের আন্দোলন, সরকারের সঙ্গে কথা বলা। আমরা সোজা সংসদে যাব।
গত শুক্রবার প্রধানমন্ত্রীর ৩ কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা ও এবিষয়ে আজই কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের সম্ভাবনার আবহে ট্রাক্টর মিছিলের ঘোষণা। রাকেশ টিকায়েত জানিয়েছেন, "হাজার সংখ্যক লোক সংসদের উদ্দেশে যাবে। আগের বারের মত মাত্র ২০০ জন নয়। আমরা এমএসপি ইস্যুতে সরকারের জবাবের অপেক্ষা করছি। তাছাড়া গত এক বছর ধরে যেসব ঘটনা ঘটছে, যার জন্য ৭৫০ কৃষক প্রাণ হারিয়েছেন, তারও দায় সরকারকে নিতে হবে।"
আরও পড়ুন ; তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তে আজই অনুমোদন দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা
দেশজোড়া বিতর্ক, এক বছরের বেশি সময় ধরে আন্দোলন চলার পরে গত শুক্রবার ৩ কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, আজ এই আইন প্রত্যাহারের বিষয়ে অনুমোদন দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী ২৯ নভেম্বর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। অধিবেশনের শুরুর দিকেই ৩ কৃষি আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া শুরু করে দেওয়ার পরিকল্পনা করেছে মোদি সরকার। তবে যতক্ষণ না পর্যন্ত আইন প্রত্যাহারের গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়, ততদিন অবধি আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় সংযুক্ত কিষাণ মোর্চা। সম্প্রতি সিঙ্ঘুতে সংযুক্ত কিষাণ মোর্চার বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।