(Source: ECI/ABP News/ABP Majha)
India News: অন্তর্বাস খুলে বসতে হল নিট-পরীক্ষায়, অভিযোগে উত্তাল কেরল
Allegation In NEET Exam: পরীক্ষায় টোকাটুকি রুখতে কড়া নিয়মবিধির কথা অনেকেই শুনেছেন। দেখেছেনও। কিন্তু তা বলে মহিলা পরীক্ষার্থীদের অন্তর্বাস খোলাতে বাধ্য করা? শুনতে আজব লাগলেও রবিবার কেরলের বেশ কয়েকটি নিট পরীক্ষাকেন্দ্রে এমনই করা হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের একাংশের।
তিরুবনন্তপুরম: পরীক্ষায় (exam) টোকাটুকি (cheating) রুখতে কড়া নিয়মবিধির কথা অনেকেই শুনেছেন। দেখেছেনও। কিন্তু তা বলে মহিলা পরীক্ষার্থীদের (female examinees) অন্তর্বাস (innerwear) খোলাতে বাধ্য করা? এ কোন ধরনের নিয়ম?শুনতে আজব লাগলেও রবিবার কেরলের (kerala) বেশ কয়েকটি নিট পরীক্ষাকেন্দ্রে এমনই করা হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের একাংশের। খবরে তীব্র শোরগোল সোশ্য়াল মিডিয়ায়।
ভয়ঙ্কর অভিযোগ...
তিরুবনন্তপুরম থেকে ৬০ কিলোমিটার দূরে, আয়ুর-এ, পরীক্ষা দিতে গিয়ে একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল এক মহিলা পরীক্ষার্থীকে। সোমবার ক্ষোভে ফেটে পড়েন তাঁর বাবা। যা ঘটেছে, তা কোনও মতেই মেনে নেওয়া যায় না, স্পষ্ট বক্তব্য তাঁর। প্রতিবাদ জানিয়ে অভিযোগও রুজু করেছেন তিনি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'দুপুর ১২টা নাগাদ পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছিলাম। কিছু ক্ষণ পরে পরীক্ষায় দায়িত্বে থাকা আধিকারিকরা আমাদের কাছে একটি শাল চেয়ে নেন। তখন বুঝিনি। কিন্তু ও (পরীক্ষার্থী) বেরিয়ে আসার পর টের পেলাম কী ভয়ঙ্কর চাপ গিয়েছে।' অভিভাবকদের দাবি, ওই পরীক্ষার্থীর অন্তর্বাসে ধাতব কিছু পাওয়া গিয়েছিল। তাই তাঁকে অন্তর্বাস খুলিয়ে পরীক্ষা দিতে বলা হয়েছিল। একা তিনি নন, একই ঘটনা আরও পরীক্ষার্থীর সঙ্গে ঘটেছে বলেও অভিযোগ। তীব্র 'অপমানে' গোটা পরীক্ষার সময়টাই তীব্র মানসিক অস্বস্তিতে কেটেছে তাঁদের। ফলে ঠিকঠাক কাজও করতে পারেননি তাঁরা।
কী দাবি অভিযুক্তের?
যে প্রতিষ্ঠানে পরীক্ষার আসন পড়েছিল, তারা গোটা বিষয়টি থেকেই হাত ঝেড়ে ফেলেছে। তাদের যুক্তি, এসবই করেছে পরীক্ষা আয়োজক সংস্থা। কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-র রাজ্য় শাখার সভাপতি কে এম অভিজিৎ অবিলম্বে প্রকৃত দোষীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন। অভিযোগ রুজু হওয়ায় পুলিশও তদন্ত শুরু করেছে। তবে আপাতত প্রশ্নটা অন্যত্র। অভিযোগ সত্যি হলে ভুক্তভোগী পরীক্ষার্থীদের যে পরিমাণ হেনস্থা হয়েছে তার ক্ষতিপূরণ হবে কী ভাবে?
উত্তর নেই। বিক্ষোভ বাড়ছে।