Ganesh Chaturthi 2022: পীযূস গোয়েলের বাড়ি গণেশ পুজোয় উপস্থিত নরেন্দ্র মোদি, দেশবাসীকে জানালেন শুভেচ্ছা
Narendra Modi: প্রশাসনিক কাজ সামনে কলকাতায় মহারাষ্ট্র নিবাসে গিয়ে গণেশ বন্দনায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। সেখানে পুজো দিলেন তিনি।
নয়াদিল্লি: দেশবাসীকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন কেন্দ্রীয় মন্ত্রী পীযূস গোয়েলের বাড়িতে উপস্থিত হয়ে সেখানে আরতিতেও অংশ নেন। নিজের সোশাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ''গণেশ চতুর্থীর মহৎ উৎসবে আমি উপস্থিত হয়েছিলাম আমার সহকর্মী পীযূস গোয়েলের বাড়িতে। ভগবান শ্রী গণেশের আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে থাকুক।''
এদিন সকালে নিজের সোশাল মিডিয়ায় গণেশ পুজো করার একটি পুরনো ছবি পোস্ট করে নরেন্দ্র মোদি ট্যুইটে লেখেন, ''দয়া এবং ভ্রাতৃত্বের চেতনা সর্বদা বিরাজ করবে। গণপতি বাপ্পা মোরিয়া! গণেশ চতুর্থীর শুভেচ্ছা। ভগবান শ্রী গণেশের আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকুক।''
গণেশ পুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়
এদিকে, প্রশাসনিক কাজ সামনে কলকাতায় মহারাষ্ট্র নিবাসে গিয়ে গণেশ বন্দনায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। সেখানে পুজো দিলেন তিনি। মাত্র একমাস বাকি দুর্গাপুজোর। তার আগে গণেশ চতুর্থীর আমেজ শহর কলকাতাতেও। লেক কালিবাড়ি, মহারাষ্ট্র নিবাস হল, ভবানীপুর, বেহালার-সহ একাধিক জায়গায় গণেশপুজোয় শামিল শহরবাসী। নবান্নে সাংবাদিক বৈঠক সেরে বুধবার বিকেল সাড়ে ৫টার পর হাজরায় মহারাষ্ট্র নিবাস হলের গণেশ পুজোয় হাজির হন মমতাও।
সেখানে পৌঁছে সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। তার পর মন্ত্রপাঠ করে তাঁর হাতে ফুলের মালা তুলে দেন পুরোহিত। সেখানে মমতা বলেন, "নবান্নতে পুজো হয়েছে...আমাদের বাড়িতে হয়েছে...আমাদের ভবনে হয়েছে...সব জায়গায় হয়।"
এর পর গণেশের মূর্তিতে পুষ্পার্ঘ্য দেন মুখ্যমন্ত্রী। বলেন, "আমার অফিসে সমস্ত হচ্ছে, সব জুঁইয়ের মালা...আমরা সব জুঁইয়ের মালা দিয়েছি...।" মহারাষ্ট্র নিবাস হলে গণেশ চতুর্থীর আয়োজন নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, "খুব ভাল করেছে...দারুণ করেছে...যে সাজিয়েছে খুব ভাল...খুব ভাল সাজিয়েছে...আইডিয়াটা খুব ভাল...আইডিয়াটা খুব ভাল।"
বিজেপি-র সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষও এ দিন রাজডাঙা মেন রোডে অল বেঙ্গল মেনস ফোরামের গণেশ পুজোয় অংশ নেন। ঢাকুরিয়ার একটি গণেশ পুজোতেও যান তিনি। সেখানে যান শুভেন্দু অধিকারীও। অন্যদিকে, গণেশ পুজো উপলক্ষ্যে জমজমাট বেহালার রায় বাহাদুর রোড। পুজোর ১১ তম বর্ষে সাড়ম্বর আয়োজন, সঙ্গে তারকাদের আগমন। সেখানকার পুজোয় উপস্থিত ছিলেন ১১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা সিংহ, তাঁর বাবা কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিংহ এবং ভাই অমিত। ছিলেন তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে।